Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pushpa 2 Collection: বক্স অফিসে ঝড় তুলেছে “পুষ্পা ২”, দেখে নিন ১৪তম দিন শেষে কত টাকা আয় করল দক্ষিণী সিনেমা

Updated :  Friday, December 20, 2024 12:21 PM

বছরের শেষ লগ্নে এসে বড় পর্দায় সবচেয়ে সুপারহিট সিনেমা গুলির তালিকায় জায়গা করে নিয়েছে আল্লু অর্জুনের “পুষ্পা-২”। উপার্জনের দিক থেকে বলিউডের একাধিক সিনেমাকে পিছনে ফেলেছে এই দক্ষিণী সিনেমাটি। ৫ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক রেকর্ড গড়েছে এই সিনেমা। শুরুর দিনে বাম্পার উপার্জনের মাধ্যমে একাধিক রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করেছে “পুষ্পা-২”। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে “পুষ্পা ২” সিনেমা ২০২৩-২৪ বছরে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় সেরা চারে প্রবেশ করেছে। এমনকি, প্রভাসের বহু আলোচিত কল্কি সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছে “পুষ্পা ২”।

ধারণা করা হচ্ছে, চলতি বছরে সবচেয়ে রেকর্ড পরিমাণ উপার্জনের খেতাব জিতে নেবে এই সিনেমা। আল্লু অর্জুন এবং রশ্মিকা মানন্দার অসাধারণ জুটিতে নির্মিত এই সিনেমাটি বর্তমানে বিনোদনপ্রেমীদের বিনোদনের সেরা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমরা আপনাদের বলি, জনপ্রিয় এই সিনেমাটি ৫ ভাষায় মুক্তি পেলেও সর্বাধিক উপার্জন করেছে হিন্দি ভাষাতে। আপনারা জানলে অবাক হবেন, হিন্দি ভাষায় এই সিনেমাটি প্রায় ৫০০ কোটি টাকা উপার্জন করেছে।

আজকের প্রতিবেদনে দেখে নিন, ১৪তম দিন শেষে কত টাকা উপার্জন করল আল্লু অর্জুনের পুষ্পা ২-

‘পুষ্প ২ দ্য রুল’ প্রথম দিনে ১৭৪.৯৫ কোটি টাকা দিয়ে দুর্দান্ত ওপেনিং করেছিল। ছবিটি দ্বিতীয় দিনে ৯৩.৮ কোটি টাকা, তৃতীয় দিনে ১১৯.২৫ কোটি টাকা এবং চতুর্থ দিনে ১৪১.০৫ কোটি টাকা আয় করেছে। পঞ্চম দিনে ‘পুষ্প ২’-এর সংগ্রহ ছিল ৬৪.৪৫ কোটি টাকা এবং ষষ্ঠ দিনে এটি আয় করেছে ৫১.৫৫ কোটি টাকা। এখন সপ্তম দিনে, ছবিটি ৪১ কোটি টাকা আয় করেছিল। অর্থাৎ, সপ্তাহ শেষে পুষ্পা ২-র সংগ্রহ ছিল ৬৮৬ কোটি টাকা। তবে এখানেই থেমে থাকেনি সিনেমার উপার্জন। ৯ম তম দিনে সিনেমাটি ৩৬.৪ কোটি টাকা, ১০ম তম দিনে সিনেমাটি ৬৩.৩ কোটি টাকা, ১১ তম দিনে ৭৬.৬ কোটি টাকা, ১২ তম দিনে ২৬.৯৫ কোটি টাকা, ১৩ তম দিনে ২৩.৩৫ কোটি টাকা এবং ১৪ তম দিনে ১৫.০৮ কোটি টাকা উপার্জন সহ সর্বমোট ৯৬৭.৪৮ কোটি টাকা উপার্জন করেছে।