Viral: সেলফি বিক্রি করে ৫ দিনে কোটিপতি যুবক, সকলকে দিল নতুন আয়ের পথ
মালয়েশিয়ার সেমারাং সেন্ট্রাল জাভার বাসিন্দা ২২ বছর বয়সের ঘোজালি আজ কোটিপতি
প্রযুক্তির দুনিয়াতে স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা প্রত্যেকের জীবনের এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। আট থেকে আশি সকলেই নিজেদের সাধ্যমত স্মার্টফোন কিনে তা ব্যবহার করে। গ্লামার জৌলুসের জগতে এখন হাতের মুঠোয় একটি স্মার্টফোন যথেষ্ট। বড় বড় যেসব ক্যামেরা একটি ছবি তুলতে ব্যবহার হয়, সেইসব কাজ চোখের পলকে করে ফেলে একটি স্মার্টফোন। মোবাইল ফোনের পাশাপাশি বর্তমান যুগের নতুন ট্রেন্ড হয়েছে সেলফি তোলা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে দেখা যায় সেলফি প্রেমীদের ভিড়। তবে আপনি যদি মনে করেন সেলফি শুধুমাত্র মেয়ে বা মহিলার তোলে তাহলে আপনি অবশ্যই ভুল। আজকালকার ছেলেরা সেলফি তোলার ট্রেন্ডে গা ভাসিয়ে। তবে আপনি কি কখনো ভাবতে পারবেন যে শুধুমাত্র সেলফি তুলে কোটিপতি হয়েছে এক যুবক!
শুনে অবাক লাগলেও এটাই সত্যি। শুধুমাত্র সেলফি তুলে কোটি টাকা আয় করছে মালয়েশিয়ার এক যুবক। কিন্তু কি করে? আসলে মালয়েশিয়ার সেমারাং সেন্ট্রাল জাভার বাসিন্দা ২২ বছর বয়সের ঘোজালি গত ৫ বছর ধরে প্রতিদিন সকালে উঠে একটি করে সেলফি তুলতেন। প্রথমত নিজের শখ পূরণের জন্য যুবকটি এমন করলেও বর্তমানে তা তাঁর কোটি টাকা আয়ের পথ হয়ে উঠেছে। বর্তমানে তিনি তার সেলফিগুলিকে এনএফটিতে রুপান্তর করেছেন যা বিক্রি করে কোটি টাকা ইনকাম করছেন তিনি।
মালয়েশিয়ার যুবক ঘোজালি ২০১৭ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত কম্পিউটারের সামনে বসে প্রতিদিন তাঁর নিজের ছবি তুলতেন। বর্তমানে তার সেলফিগুলো এনএফটি বা Non Fungible Tokens এ রূপান্তরিত হয়েছে। সহজ কথায় বলতে গেলে পাঁচ বছরের সমস্ত সেলফি এখন অনলাইন মুদ্রায় রূপান্তরিত হয়েছে। মানুষ তার সেলফি কিনে নিজের কাছে জমা রাখছে। প্রতিদিন প্রচুর ছবি বিক্রি করে প্রায় কোটি টাকার সম্পত্তি হয়েছে ঘোজালির।
today sold more than 230+
and until now I don't understand why you want to buy #NFT photos of me !!!but i thank you guys for 5 years of effort paid off pic.twitter.com/nHZJnowCMC
— Ghozali_Ghozalu (@Ghozali_Ghozalu) January 11, 2022
প্রসঙ্গত উল্লেখ্য, ইন্দোনেশিয়ার অনেক সেলিব্রেটিরা ঘোজালির সেলফি বিক্রিতে সাহায্য করেছে। তাঁরা তার ছবি প্রচার করেছেন। গত ৯ জানুয়ারি থেকে ঘোজালি অনলাইনে তার ছবি বিক্রি শুরু করেন। মাত্র ৫ দিনের মধ্যেই সেলফি বিক্রি করে কোটিপতি হয়েছেন তিনি। দীর্ঘ ৫ বছরে পরিশ্রম এখন তাকে সাফল্যের পথ দেখাচ্ছে।