টেলিভিশনের থেকে এখন বেশি জনপ্রিয় বিনোদনের জায়গা হল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও এখন মানুষের কাছে বিনোদনের একমাত্র মাধ্যম।
কারণ দৈনন্দিন জীবনে এরকম অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেগুলো যুবক থেকে বৃদ্ধ সবাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিভা দেখাচ্ছেন। তাই আমাদের প্রতিদিনের জীবনে সোশ্যাল মিডিয়া এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।তবে এই ভাইরাল ভিডিও গুলো শুধুমাত্র প্রতিভা প্রদর্শনী হয় তা না এতে থাকে অনেক নানান রকম মজাদার কাণ্ড আবার কিছু থেকে থাকে অবাক করা আশ্চর্য কাণ্ড। আমাদের জীবন সামাজিক মিডিয়া ছাড়া স্থবির হয়ে পড়েছে। আমরা ব্যস্ত দিনের মাঝে একটি মুহুর্ত বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়ায় নির্ভর করি।
আজকাল, বর্তমান প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ্যাপের মাধ্যমে নির্মিত বিভিন্ন রোমান্টিক ভিডিওগুলি আপলোড করতে দেখা যায়। ইয়াং জেনারেশন এই ধরনের ভিডিও বেশি পছন্দ করে । তবে এই ভিডিওগুলির সাথে সত্যিই খুব সামান্য বাস্তব জীবনের মিল রয়েছে। বেশিরভাগ সময় প্রেম সম্পর্কে দুটি ব্যক্তি একে অপরের পক্ষে সর্বদা সঠিক নাও হতে পারে, এই ভাবেই প্রেমের সম্পর্ক গুলো কখনো কখনো ভেঙে যায়। একটি সম্পর্ক ভেঙে গেলে মধুর জায়গাটা তিক্ততায় পরিণত হয়। বেশ কয়েকদিন আগে এরকমই এক ভিডিও ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায় রাস্তায় স্কুটি চালিয়ে যায় এক যুবতী। হঠাৎ সামনের রাস্তা আটকে দাঁড়ায় এক যুবক ।সেই চলন্ত স্কুটি থামিয়ে হঠাৎই কথা কাটাকাটি শুরু করে দেয় যুবক। এরকম দৃশ্য দেখে চারপাশে অনেক লোকজন ভিড় করে। তারপর জানা যায় মেয়েটি ছিল ছেলেটির প্রাক্তন প্রেমিকা।ছেলেটি সেখানে দাঁড়িয়ে দাবি করে তার প্রাক্তন প্রেমিকা যেই স্কুটি চালাচ্ছিলো সেটাই তার দেওয়া উপহার , যুবকটিকে তার স্কুটি ফেরত দিতে হবে। কিন্তু যুবতি বলেছে সেই স্কুটি মোটেও তার উপহার দেওয়া নয়। তারমধ্যে যুবক বলদ -যুবতী এখন অন্য এক ছেলের সাথে সম্পর্কে রয়েছে। তাই যুবকের উপহার দেওয়া স্কুটি ফেরত চায় বিচ্ছেদের পর। এইভাবে কথা কাটাকাটি চলতে চলতে তা মারামারির পর্যায়ে চলে যায়।
তখন আশেপাশের লোকজন তা বাধা দেয় এবং তাদের ঘরে গিয়ে মেটানোর উপদেশ দেয়।আর এই লোকজনের ভিড় এর মধ্যেই কোনো এক ব্যক্তি এই সম্পূর্ণ ঘটনাটি ভিডিও করে এবং তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। ব্যাস তার পরেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই ভিডিও।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference