Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sreelekha Mitra- টাইট হচ্ছে ব্রা! সাত পাঁচ না ভেবে সোজা হৃত্বিকের কাছে অভিযোগ শ্রীলেখার

Updated :  Friday, September 23, 2022 11:07 AM

শ্রীলেখা মিত্র নামটা টলিউডের অন্যতম পরিচিত একটি নাম। টলিপাড়া থেকে রাজনীতির ময়দান সর্বক্ষেত্রে আনাগোনা তার। মিডিয়ামহলেও বিতর্কিত অভিনেত্রী হিসেবে তার কম পরিচিতি নেই। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকতে পছন্দ করেন অভিনেত্রী। যেকোনো বিষয়ে নিজের মতামত নির্ভয়ে জানান তিনি। কারোর কু-মন্তব্যের তোয়াক্কা করেন না তিনি। তবে সম্প্রতি যা করলেন অভিনেত্রী, তা দেখে বেশ মজাই পেয়েছেন নেটজনতা।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র। সেখানে একটি স্ক্রিনশট শেয়ার করে বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনের কাছে সরাসরি অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে অভিনেত্রীকে লিখতে দেখা গিয়েছে, “ক্ষমা করবেন ঋত্বিক রোশন তোমার ব্রা খুব টাইট হয়েছে আমার।” পাশাপাশি যে স্ক্রিনশটটি শেয়ার করেছিলেন, সেটি দেখে স্পষ্ট অভিনেত্রী ‘এইচআরএক্স বাই ঋত্বিক রোশন’ কোম্পানির একটি ব্রা কিনেছিলেন অনলাইন থেকে। তবে তার ফিটিংস ঠিক না হওয়ায় তিনি তা ফেরত পাঠাচ্ছেন। আর সেই কারণ বসতই তার ফোনে যে ম্যাসেজটি এসেছে, তারই একটি স্ক্রিনশট নিয়ে মজার ছলে এমনভাবে ক্যাপশন লিখে শেয়ার করে দিয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রীর এই পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই বেশ মজা পেয়েছেন নেটজনতা। কেউ কেউ অভিনেত্রীর ভালো সেন্স অফ হিউমারের প্রশংসা করেছেন। আবার কেউ সরাসরি তার পায়ের ধুলো চেয়ে বসেছেন। তবে এই প্রথমবার নয়, মজা করতে গিয়ে অনেকসময় এমন অনেক কথা বলে বসেছেন অভিনেত্রী, যার জন্য বিতর্কেও জড়াতে হয়েছে তাকে। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই এর একাধিক ঝলক মিলবে। নেটনাগরিকদের মাঝে নিজের আলটপকা মন্তব্যের জন্য কম জনপ্রিয় নন অভিনেত্রী, একথা অবশ্য আলাদা ভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তবে তার এই সাম্প্রতিক পোস্ট দেখে হাসছে, নেটনাগরিকদের একাংশ।