বর্তমান যুগের কাছে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক ঘটনার কথা জানতে পারি যা হয়তো সচারচর আমরা আমাদের চারপাশে ঘটতে দেখি না। প্রতিদিন নেটদুনিয়ায় তেমনই একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে নেটিজেনদের মধ্যে, তবে তার মধ্যে খুব কম ভিডিওই থাকে যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ যা দেখলে মানুষ দু’মিনিট দাঁড়িয়ে ভিডিওটি দেখবেন। সম্প্রতি তেমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হল গোটা নেটদুনিয়া।
বিয়ের কনে বিয়ের আসরেই মানানসই। তবে জিমে মানানসই কি! হোক বা না হোক এবার তেমনই এক দৃশ্য ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। বর্তমান যুগে নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে সকলেই সচেতন। নিজেদের ফিট এবং আকর্ষণীয় করে তুলতে সকলেই এখন উদ্যোগী হয়েছেন। বাহারি চাকচিক্যে মনোযোগী হয়েছে বর্তমান যুগ। তাহলে বিয়ের সাজে শাড়ি পড়েই জিমে যাবেন কনে! না গল্পকথা নয়, এমন ঘটনা ঘটিয়ে এক নববধূ সত্যিই চমকে দিয়েছেন সকলকে।
সম্প্রতি গোটা নেটদুনিয়ায় যে ভিডিওটি দেখে নেটিজেনরা হতবাক হয়েছেন, সেটিতে দেখা যাচ্ছে একেবারে বিয়ের সাজে শাড়ি পড়ে মাথায় ফুলের মালা জড়িয়ে বিয়ের কনে জিমে এসে রীতিমতো কসরত করছেন। তার পরনে ছিল আগুন রঙের শাড়ি ও লাল ব্লাউজ। তবে ভিডিওটি ভালো করে দেখলে দেখা যাবে মেয়েটি যখন জিমে কসরত করছিলেন তখন তার চারপাশে একটি ছেলে ক্যামেরা নিয়ে ঘুরছিল। এইদৃশ্য থেকেই স্পষ্ট ছেলেটি এই মুহূর্ত ক্যামেরাবন্দী করে রাখছিল।
সম্ভবত বিয়ের আগেই বিয়ের সাজে স্পেশাল ফটোশুট সেড়েছেন মেয়েটি। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে, যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সমগ্র নেটদুনিয়ায়। ফিটনেস নিয়ে যে তিনি বেশ সচেতন তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি এই ভিডিও দেখে বেশ মজাই পেয়েছেন নেটবাসীরা। ফিটনেস ফ্রিক এই মেয়েটির এমন পাগলামি দেখে অবাক হয়েছেন নেটিজেনদের একাংশ। এমন ভিডিও শেয়ার হলে তা নেটদুনিয়ায় ভাইরাল হতে বাধ্য।














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases