এবার করোনার কবলে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি করোনাতে আক্রান্ত হয়েছেন। তাঁর করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। টুইটার ভিডিওর মাধ্যমে খোদ বরিস জনসন তাঁর করোনা আক্রান্তের খবর জানিয়েছেন। স্বেচ্ছায় নিজে আইসোলেশনে রয়েছেন বলে ট্যুইট করেছেন।
তিনি টুইট বলেছেন, “গত ২৪ ঘন্টায় আমি শরীরে কিছু উপসর্গ উপলব্ধি করেছি এবং করোনা পরীক্ষা করলে পজিটিভ এসেছে। আমি এখন স্বেচ্ছায়-আইসোলেশনে রয়েছি, তবে আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ চালিয়ে যাব। ”
কয়েকদিন আগে করোনাতে আক্রান্ত হয়েছেন প্রিন্স চার্লস। এছাড়া রানী দ্বিতীয় এলিজাবেথ ও আক্রান্ত হয়েছিলেন। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নাদিনের শরীরেও ভাইরাসের সংক্রমণ ঘটেছিল। তাঁর সাথে বরিস জনসনের সাক্ষাৎ হয়েছিল মার্চের শুরুতে এক অনুষ্ঠানে। তারপরেই নাদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা ও নিউমোনিয়া ছিল তাঁর। তবে এখন তিনি সুস্থ আছেন বলে সূত্রের খবর। ব্রিটেনে শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১১ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৫৭৮ জনের।