কাশ্মীরে আজ আংশিকভাবে চালু ইন্টারনেট পরিষেবা, তবে নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া
গতবছর পার্লামেন্টে ৩৭০ ধারা বিলোপের পর জম্মু ও কাশ্মীর এই রাজ্য দুটি বিশেষ সুবিধার মর্যাদা হারায়, এর ফলে সীমান্ত লাগোয়া রাজ্য দুটিতে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়। যার ফলে কেন্দ্রের নির্দেশে গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ কয়েকটি স্থানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
চলতি বছরের গত সপ্তাহে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জানতে চায় কাশ্মীরে কি কারনে এতদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তাই আগামী ৪৮ ঘন্টার মধ্যে মধ্য, উত্তর ও সবশেষে দক্ষিণ কাশ্মীরে ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হবে এবং তারপর ওই অঞ্চলের পরিস্থিতির উপর নজরদারি করা হবে এবং সবশেষে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করার নির্দেশ দেবেন উপ-রাজ্যপাল।
আরও পড়ুন : ক্ষমতার পরিবর্তন বিজেপিতে, পরবর্তী সপ্তাহে সভাপতি ঘোষণা
কোনো স্থানের ইন্টারনেট পরিষেবা বন্ধ করা মানে সেখানকার বসবাসকারী মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া। এতদিন যাবদ ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা এবং ১৪৪ ধারা জারি রাখার কারন নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।