জম্মু :ভরা দিনের আলোয় এদেশ থেকে ওদেশে চলে যাওয়া যায় সহজে, জানতে পারেন না কেউই । ঠিক যেমনটা দেখা গিয়েছিলো সালমান খান অভিনীত “বজরঙ্গি ভাইজান” সিনেমায়। যেখানে রাতের রাতের আলোয় লুকিয়ে লুকিয়ে মাটির ভেতরে থাকা সুড়ঙ্গ দিয়ে সহজেই পার করা যেতো ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। ঠিক এরকমই এক সুড়ঙ্গের খোঁজ পেয়েছে বর্ডার সিকিওরিটি ফোর্স।
বুধবার জম্মুতে ভারত পাকিস্তান বর্ডারের কাছে এমনই এক সুড়ঙ্গের সন্ধান পাওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছে জম্মুতে। ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখতে তল্লাশি চালাচ্ছে বিএসএফ। এছাড়াও ওই এলাকায় অনুপ্রবেশের আর কোনো বন্দোবস্ত আছে কিনা তাও খুঁজে বার করার চেষ্টা চলছে।
এই মুহূর্তে জম্মুর সাম্বা অঞ্চলে অর্থাৎ ভারতের দিকে ৫০ মিটার সামনে এগিয়ে আসা ওই পথের টানেলটি খুটিয়ে দেখা হচ্ছে। ওই টানেলের পাশে আর কিছু সন্দেহজনক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে সুড়ঙ্গটির অনুপ্রবেশের মুখ পাক সীমান্ত থেকে মাত্র ৪০০ মিটার দূরে।
সুড়ঙ্গ পরিদর্শন করার সময় সেখান থেকে উদ্ধার করা হয় আটটি বালির বস্তা। সেই বালির বস্তায় ছিলো পাকিস্তানের ছাপ। এমনকি সেই বস্তায় করাচি লেখা ছিলো, এই খবর মিলতে না মিলতেই ওই এলাকা পরিদর্শনে তদন্তকারীদের বিশেষ কিছু দল। তাদের মতে এই সুড়ঙ্গের মাধ্যমেই হয়তো দুই দেশের মধ্যে বেআইনি কাজ কারবারের সংযোগ ছিলো। এমনকি তাদের ধারনা এই সুড়ঙ্গ দিয়েই পাচার হতো বেআইনি অস্ত্র এবং নেশাদ্রব্য। এই ঘটনার পরেই ওই এলাকায় রাতারাতি বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।