Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নতুন বছরের আগে BSNL এর বড় ধামাকা, ১ মাস পর্যন্ত পাওয়া যাবে এইসব বেনিফিট

Updated :  Sunday, December 29, 2024 4:36 PM
BSNL Recharge Plan

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) নতুন বছরের আগমনের আগেই গ্রাহকদের জন্য এক আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে। এই অফার বিশেষভাবে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। বিএসএনএল তাদের ফেস্টিভ্যাল অফারের আওতায় দুটি জনপ্রিয় ব্রডব্যান্ড প্ল্যানে এক মাসের জন্য বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে। এই অফার ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বৈধ, যার ফলে গ্রাহকদের এই সুবিধা পেতে হলে নির্ধারিত সময়সীমার মধ্যেই রিচার্জ করতে হবে।

বিএসএনএল তাদের ‘ফাইবার বেসিক নিও’ এবং ‘ফাইবার বেসিক’ প্ল্যানের মাধ্যমে এই বিশেষ অফার ঘোষণা করেছে। ফাইবার বেসিক নিও প্ল্যানের দাম মাত্র ৪৪৯ টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতি মাসে ৩.৩ টেরাবাইট (৩৩০০ জিবি) পর্যন্ত ডেটা পাবে এবং ইন্টারনেটের গতি থাকবে ৩০ এমবিপিএস। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

অন্যদিকে, বিএসএনএল-এর ফাইবার বেসিক প্ল্যানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৯ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতি মাসে ৩.৩ টেরাবাইট ডেটা পাবেন, যার গতি থাকবে ৫০ এমবিপিএস। নির্ধারিত ডেটার সীমা অতিক্রম করলে গতি কমে ৪ এমবিপিএস হয়ে যাবে। তবুও ব্যবহারকারীরা নিরবিচারে ইন্টারনেট ব্যবহারের সুযোগ উপভোগ করতে পারবেন। এই প্ল্যানেও গ্রাহকদের জন্য আনলিমিটেড কলিং সুবিধা রাখা হয়েছে, যা ভারতের যেকোনো নেটওয়ার্কে প্রযোজ্য হবে।

তবে এই অফারের সুবিধা পেতে গ্রাহকদের ন্যূনতম তিন মাসের জন্য রিচার্জ করতে হবে। যারা তিন মাসের জন্য এই প্ল্যান বেছে নেবেন, তারা ১০০ টাকার বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। এর ফলে বিএসএনএল ব্যবহারকারীরা আরও সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ইন্টারনেট এবং আনলিমিটেড কলিং সুবিধা উপভোগ করতে পারবেন।