BB Plusটেক বার্তা

BSNL-এর বড় চমক, এবার সেট টপ বক্স ছাড়াই ৫০০-র বেশি টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন গ্রাহকরা

কম খরচে গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে স্কাইপ্রো (Skypro)-এর সঙ্গে হাত মিলিয়ে BSNL এবার নিয়ে আসলো নতুন IPTV পরিষেবা।

Advertisement

বিগত কয়েক বছরে প্রযুক্তির উন্নতির সাথে সাথে টেলিকমিউনিকেশন জগতে ঘটেছে দারুন উত্থান। জিও, ভোডাফোন, এয়ারটেলের মত কোম্পানি গুলি একের পর এক দুর্দান্ত পরিকল্পনা ঘোষণা করছে তাদের গ্রাহকদের জন্য। যার সুবিধা উপভোগ করছেন দেশের কোটি কোটি মানুষ। তবে এতকিছুর মধ্যেও বিরাট সুখবর নিয়ে এসেছে ভারতের একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি BSNL। সম্প্রতি BSNL-এর এক উচ্চপদস্থ কর্মচারী গ্রাহকদের জন্য এমন একটি দুর্দান্ত অফার ঘোষণা করেছে, যা জানার পর আনন্দে লাফিয়ে উঠবেন আপনিও।

বর্তমানে বিভিন্ন টেলিকমিউনিকেশন কোম্পানি একাধিক রিচার্জ পরিকল্পনা ঘোষণা করলেও দামের ক্ষেত্রে টক্কর দিচ্ছে একে অন্যকে। ফলে ইচ্ছা থাকলেও অনেকেই সেই সমস্ত টেলিকমিউনিকেশন কোম্পানির সুবিধা উপভোগ করতে পারছেন না। আর এই অসুবিধা থেকে সর্বাধিক বঞ্চিত হচ্ছেন দেশের মধ্যবিত্ত শ্রেণী থেকে নিম্নবৃত্ত শ্রেণীর মানুষেরা। তবে এবার ভারতের একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি তথা BSNL এমন একটি দুর্দান্ত অফার ঘোষণা করেছে, যার মাধ্যমে খুব কম টাকায় পাঁচ শতাধিক চ্যানেল সেট টপ বক্স ছাড়াই উপভোগ করতে পারবে দেশের কোটি কোটি নাগরিক।

অনেক কম খরচে গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে স্কাইপ্রো (Skypro)-এর সঙ্গে হাত মিলিয়ে BSNL এবার নিয়ে আসলো নতুন IPTV পরিষেবা। যার মাধ্যমে এবার হাতে গোনা কয়েক টাকায় ৫০০-র বেশি টিভি চ্যানেল এবং ১৪টির বেশি ওটিটি প্ল্যাটফর্ম উপভোগ করতে পারবেন গ্রাহকরা। যদিও পুরো বিষয়টা এখনো পরীক্ষণের মধ্যে রয়েছে। স্বল্প পরিসরে এই সুবিধা প্রদান করা শুরু করেছে BSNL। বর্তমানে ৮০০০ এর কিছু বেশি সংখ্যক গ্রাহকদের নিয়ে চন্ডিগড়ে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ভারত সরকারের একমাত্র টেলিকমিউনিকেশন কোম্পানি BSNL। জানা যাচ্ছে, পরীক্ষণে সফল হলে খুব শীঘ্রই সারা দেশে এই সুবিধা উপলব্ধ করাবে ভারত সঞ্চার নিগম লিমিটেড।

Related Articles

Back to top button