BSNL Recharge Plan: মাত্র ৩৯৭ টাকায় নো-টেনশন রিচার্জ, BSNL ঘোষণা করল ৫ মাস মেয়াদী ধামাকা প্ল্যান

বিগত কয়েক মাস আগে ভারতের বাজারে জিও, এয়ারটেল সহ ভোডাফোনের মত কোম্পানি গুলি নিজেদের রিচার্জ পরিকল্পনার দাম বৃদ্ধি করেছে এক ঝটকায়। যার ফলে রিচার্জ করতে গিয়ে রীতিমতো দিশাহারা হয়ে পড়ছেন…

Avatar

বিগত কয়েক মাস আগে ভারতের বাজারে জিও, এয়ারটেল সহ ভোডাফোনের মত কোম্পানি গুলি নিজেদের রিচার্জ পরিকল্পনার দাম বৃদ্ধি করেছে এক ঝটকায়। যার ফলে রিচার্জ করতে গিয়ে রীতিমতো দিশাহারা হয়ে পড়ছেন দেশের কোটি কোটি মানুষ। প্রত্যেকটি টেলিকমিউনিকেশন কোম্পানি নিজেদের হাই স্পিড ইন্টারনেট সুবিধা প্রদান করতে গিয়ে রিচার্জ পরিকল্পনার দাম বাড়িয়েছে বলে অনুমান করছেন গ্রাহকরা। তবে যাদের হাই স্পিড ইন্টারনেট প্রয়োজন নেই এবং মোবাইল ফোন খুব কম ব্যবহার করে থাকেন, তাদের জন্য ভারতের একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি BSNL এবার দুর্দান্ত রিচার্জ পরিকল্পনা ঘোষণা করেছে।

তবে পরিকল্পনাটি সম্পর্কে বলার পূর্বে আমরা আপনাদের বলি, বিগত কয়েক মাসে ভারত সঞ্চার নিগম লিমিটেডের সঙ্গে যুক্ত হয়েছে দেশের প্রায় ছয় কোটি মানুষ। যারা বাকি অপারেটর ছেড়ে যোগ দিয়েছে BSNL-এ। যদি আপনি আপনার একটি সিম কার্ড সেকেন্ড অপশন হিসেবে ব্যবহার করতে চান এবং অধিক রিচার্জের হাত থেকে মুক্তি পেতে চান, সেক্ষেত্রে BSNL-এর এই ধামাকা পরিকল্পনাটি আপনার জন্য উপযুক্ত প্রমাণিত হতে পারে।

সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেড নিজেদের সস্তার রিচার্জ পরিকল্পনা ঘোষণা করেছে। যেখানে গ্রাহকদের মাত্র ৩৯৭ টাকা খরচ করতে হবে। আজ্ঞে হ্যাঁ, এবার মাত্র ৩৯৭ টাকা খরচ করে ১৫০ দিনের জন্য নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন নিজের পছন্দের সিম কার্ড। তবে এই পরিকল্পনায় ৩০ দিনের জন্য ২ জিবি হাই স্পিড ইন্টারনেট এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুযোগ পাবেন গ্রাহকরা। ৩০ দিন উত্তীর্ণ হলে শুধুমাত্র ভয়েস কলিংয়ের সুবিধা ধীরগতির ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন গ্রাহকরা।