ফের অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ অর্থাৎ বুধবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎই শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য তার শরীর খারাপ শুরু হয়। তৎক্ষণাৎ বুদ্ধবাবুকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বুদ্ধবাবুর শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে। তিনি বাড়িতে অক্সিজেন সাপোর্ট নিয়ে থাকেন। প্রায় সারাক্ষণ তাকে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াতে হয়। পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে নাকে নল লাগানো থাকে তার সর্বক্ষণ। প্রায় ১৫ বছর ধরে বুদ্ধবাবুর এই সিওপিডির সমস্যা রয়েছে। তবে আজ হঠাৎই সেই সমস্যা বেড়ে গিয়েছে।
আজ অর্থাৎ বুধবার বুদ্ধবাবুর শরীরে অক্সিজেন স্যাচুরেশন মাত্রা ৭০ এর কাছাকাছি নেমে যায়। তার শরীরে অবনতি দেখে চিকিৎসকরা তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়। তারপর দুপুর ১:৫০ নাগাদ তাকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ফ্লু ক্লিনিকে তার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তার কতকগুলি পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর বর্তমানে হাসপাতাল সূত্রের খবর, বর্ষিয়ান সিপিএম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।