দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Budget 2024: কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা, সুখবর আসতে পারে শীঘ্রই

২০২৪ সালের বাজেট পেশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারের বাজেটে দেশের এক কোটিরও বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বড় উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার।

Advertisement
Advertisement

বাজেট ২০২৪-এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালের বাজেট পেশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারের বাজেটে দেশের এক কোটিরও বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বড় উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ বাজেটে অষ্টম বেতন কমিশন ঘোষণা করতে পারে সরকার। বস্তুত, অষ্টম বেতন কমিশন গঠনের আরও একটি প্রস্তাব পেয়েছে সরকার।

Advertisement
Advertisement

বেতন বৃদ্ধির প্রস্তাব 

কর্মচারী ও পেনশনভোগীদের মূল বেতন, ভাতা, পেনশন এবং অন্যান্য সুযোগ-সুবিধায় পরিবর্তন আনতে অষ্টম বেতন কমিশন গঠনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আর্জি জানিয়েছে একাধিক কর্মচারী কমিটি। ভারত সরকারের ক্যাবিনেট সচিবকে লেখা সাম্প্রতিক চিঠিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক এসবি যাদব অষ্টম বেতন কমিশন গঠন, পুরানো পেনশন প্রকল্প (ওপিএস) পুনর্বহাল, ১৮ মাসের মহার্ঘ ভাতা এবং কোভিড -১৯ মহামারী চলাকালীন কর্মচারী ও পেনশনভোগীদের যে ত্রাণ আটকে রাখা হয়েছিল তা সহ অন্যান্য বিষয়ের দাবি জানিয়েছেন। জয়েন্ট কনসালটেটিভ মেশিনারিজের (জেসিএম) জাতীয় কাউন্সিলের (স্টাফ সাইড) দাবির পর এই প্রস্তাব জানানো হয়েছে।

Advertisement

প্রতি দশ বছর অন্তর কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও সুযোগ-সুবিধা পর্যালোচনা ও সংশোধনের সুপারিশ করার জন্য সাধারণত প্রতি দশ বছর অন্তর কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয়। এই সুপারিশগুলি মুদ্রাস্ফীতি এবং অন্যান্য কারণগুলি বিবেচনায় নেয়। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

Advertisement
Advertisement

Pay commission

বাজেটে কি অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা হবে?

২০২৪ সালের বাজেটে কি অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা হবে? সিংহানিয়া অ্যান্ড কোং-এর পার্টনার ঋতিকা নায়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর সরকার টানা তৃতীয় দফায় ফিরে আসার পর এটাই প্রথম বাজেট এবং বেতন কমিশনের সময়সীমাও এগিয়ে আসছে। অষ্টম বেতন কমিশনের রূপায়ণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারে, কিন্তু চাপে পড়তে পারে সরকারি কোষাগার। প্রসঙ্গত, কর্মচারী সংগঠনগুলি অষ্টম বেতন কমিশনের পক্ষে জোরালো সওয়াল করছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। বাজেটে বেতন কমিশন ঘোষণা করা হবে কি না, তাও ঠিক নয়।

Related Articles

Back to top button