নিউজরাজ্য

শক্তি বাড়িয়ে তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘বুলবুল’

Advertisement

প্রীতম দাস : সমুদ্রবক্ষে শক্তি বাড়িয়ে তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘বুলবুল ‘। বর্তমানে বুলবুল কলকাতা থেকে ৭০০ কিমি দূরে অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা সহ পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে। মৌসম বিভাগের কর্মকর্তা জি. কে দাস বলেন যে , শনিবারের মধ্যে বুলবুল শক্তি বাড়িয়ে তীব্র থেকে তীব্রতর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ঘূর্ণিঝড় বুলবুল এর প্রধান ক্ষেত্রে হাওয়ার গতিবেগ ৭০ থেকে ৮০ কিমি এবং এর কেন্দ্রে ৯০ কিমি প্রতি ঘন্টা বেগ এখনও অব্দি অনুমান করা গেছে। যদি এটি তীব্রতর ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে এর গতিবেগ ১১৫ – ১২৫ কিমি পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং এর কেন্দ্রে অর্থাৎ ‘আই ‘ এরিয়াতে গতিবেগ ১৪০ -১৪৫ কিমি হতে পারে।

আরও পড়ুন : ১৪৫ কিমি বেগে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

আবহাওয়া অধিদপ্তর সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা থেকে ওড়িশা , পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ৫০ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা আছে এবং এর গতি ক্রমশঃ বৃদ্ধি পেতে থাকবে। এছাড়া , পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে।

Related Articles

Back to top button