ভারতঃ ভারতীয়দের এখন একটি নতুন স্বপ্ন তা হল বুলেট ট্রেন। আর এবার শীঘ্রই চলবে বুলেট ট্রেন। ইতিমধ্যেই আহমেদাবাদ-মুম্বই রুটে বুলেট ট্রেন চালু করার জন্য ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড ২০ হাজার কোটি টাকার প্রথম টেন্ডার ডেকেছে।
জানা গিয়েছে এই বুলেট ট্রেন যাবে গুজরাতের ২৩৭ কিমি দীর্ঘ ট্র্যাকে। তাই পরিকাঠামো তৈরির প্রস্তুতি নিয়ে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এদিন দরপত্র আহ্বান করে।
শোনা যাচ্ছে চারটি স্টেশন তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এই কাজে সাতটি দেশী সংস্থা দরপত্র জমা দিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড। করোনা আবহেই কাজ শুরু হবে বলে মনে করা হচ্ছে। সব কিছু ঠিক ঠাক ভাবে এগোলে খুব তাড়াতাড়িই বুলেটের স্বাদ পাবে ভারতের আম জনগন।