Today Trending Newsকলকাতানিউজরাজ্য

১ জুলাই থেকে চালু হচ্ছে বাস-অটো, আর কী কী পরিষেবায় ছাড়?

১ জুলাই থেকে পরিষেবার ওপরে বিধিনিষেধ কিছুটা লাঘব করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

রাজ্যে বৃদ্ধি পেল লক ডাউনের মেয়াদ। তবে, কিছুটা শিথিল হচ্ছে বিধিনিষেধ। এতদিন পর্যন্ত রাজ্যে কড়া লক ডাউন জারি করা হয়েছিল। কিন্তু এখন রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। যেরোকম অবস্থায় লকডাউন ডাকা হয়েছিল, তার তুলনায় এখন পরিস্থিতি অনেকটা ভালো। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০০ এর ঘরেই সীমিত। তাই এবারে বিধিনিষেধের ওপরে একটু ছাড় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত কিভাবে রাজ্যে বিধিনিষেধ জারি থাকবে তা জানিয়ে দিলেন। আর এবারে সবথেকে বড় পরিবর্তন হলো গণপরিবহন। মমতা জানিয়ে দিলেন ১ জুলাই থেকে রাজ্যে চালু হবে বাস পরিষেবা। তার সাথেই চালু হবে অটো। ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস, অটো চালানো যাবে। ফলে সাধারণ মানুষ যারা কলকাতা বা তার আশেপাশে থাকেন, তাদের নিজের কাজে যেতে সুবিধা হবে।

তবে মমতা জানিয়ে দিয়েছেন, ট্রেন এবং মেট্রো এখনই চলছেনা। তিনি বলেছেন, আপাতত ১৫ জুলাই অবধি এই দুটি পরিবহন বন্ধই থাকছে। তবে সরকারি এবং বেসরকারি বাস চলার কারণে, মানুষ নিজের গন্তব্যে পৌঁছাতে পারবেন। তবে স্পেশাল ট্রেন এবং স্পেশাল মেট্রো যেমন চলছিল সেরকম চলবে। তাছাড়াও টোটো পরিষেবা চালু করা যাবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও মুখ্যমন্ত্রী আরো কিছু বিধিনিষেধ ঘোষণা করে দিলেন। তিনি বলে দিলেন, রাত ৯ থেকে ভোর ৫ টা পর্যন্ত যেরকম বিনা কারণে বেরোনো বন্ধ ছিল সেরকম চলবে। করোনা বিধি মেনে খুলবে সেলুন, বিউটি পার্লার, জিম, সরকারি এবং বেসরকারি অফিস। বাজার খোলা থাকবে সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত। অন্যান্য দোকান খোলা থাকছে সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক উপস্থিতি ৫০ জনের হবে আর রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচি পালন করা যাবে ২০ জনকে নিয়ে।

Related Articles

Back to top button