দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে দেশের কেন্দ্র সরকার ও বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প আনে। সে নির্বাচনী ইশতেহারে চমক লাগলেও আখেরে এই সমস্ত প্রকল্পের সুবিধা ভোগ করেন সাধারণ মানুষ। বরাবর কেন্দ্র ও রাজ্য সরকার নারী ও বয়স্ক নাগরিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। সম্প্রতি, মহারাষ্ট্র ও হরিয়ানা সরকার এই দুই শ্রেণীর জন্য বাসের টিকিটের মূল্য হ্রাস করে আরও একটি সুখবর দিয়েছে। বিস্তারিত এই সুবিধা সমন্ধে জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।
মহারাষ্ট্রে মহিলা সম্মান যোজনা-র অধীনে মহিলাদের জন্য বাস টিকিটের মূল্য ৫০% কমানো হয়েছে। ৬৫ থেকে ৭৫ বছর বয়সী বয়স্ক নাগরিকদের জন্যও এই সুবিধা প্রযোজ্য। ৭৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য রাজ্যে বাস পরিষেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। রাজ্য পরিবহন নিগম এই সুবিধা প্রদান করছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বাজেট অধিবেশনে এই তথ্য জানিয়েছেন
অন্যদিকে হরিয়ানা রাজ্যে ৬৫ বছরের বেশি বয়সী সকল নাগরিকের জন্য বাসের টিকিটের মূল্য ৫০% কমানো হয়েছে. এই সুবিধা শুধুমাত্র হরিয়ানা রাজ্যের বাসিন্দাদের জন্য প্রযোজ্য। টিকিট বুক করার সময় নিবাস প্রমাণপত্র দেখাতে হবে। সরকারের এই নতুন সুবিধা ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এছাড়াও দিল্লি ও পাঞ্জাব-এ মহিলাদের জন্য বাসের যাত্রা বিনামূল্যে। কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ-এ বয়স্ক নাগরিকদের জন্য বাসের টিকিটে ভর্তুকি প্রদান করা হয়।