Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral Video: বাসে সিট পেতে জানালা দিয়ে ঢুকছিল লোকটি, এরপর যা হল তা দেখে লোকে বলে- শর্টকাট দিয়ে জীবন চলে না

Updated :  Tuesday, July 23, 2024 9:34 PM

বাসে এবং ট্রেনে ভিড় এক বড় সমস্যা। এমনকি অফিস চলাকালীন সময়েও মেট্রো ভর্তি থাকে। এই পরিস্থিতিতে, সবাই শুধু আসন পেতে চায়। সেই কারণেই ভারতে আসন দখলের প্রচলন অনেক বেশি দেখা যায়। কেউ রুমাল দিয়ে সিট ঘিরে রাখে। কিন্তু এবারে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে খুব অদ্ভুত ভাবেই বাসে প্রবেশ করার চেষ্টা করছেন এক ব্যক্তি। দরজা দিয়ে নয়, তিনি চলন্ত বাসের মধ্যে ঢুকছেন একেবারে জানলা দিয়ে। আর এই বাসে ঢুকতে গিয়েই তার সাথে ঘটে গেলো এক অদ্ভুত ঘটনা, যা দেখে হাসি থামাতে পারছেন না কেউ

ভাইরাল হয়েছে এই অদ্ভুত ঘটনার ভিডিও

এমনই একটি ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বাসে চড়ার জন্য জানালা দিয়ে প্রবেশ করার চেষ্টা করছিলেন। কিন্তু হঠাৎ করেই তার পা পিছলে যায় এবং তিনি জানালার সাথে মাটিতে পড়ে যান। এই মজার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই হাসি থামাতে পারছেন না। কিছু ব্যবহারকারী লিখেছেন যে এটিকে আপনার কৃতকর্মের ফল সঙ্গে সঙ্গে পাওয়া বলে। একইভাবে একজন লিখেছেন- জীবন শর্টকাট দিয়ে চলে না। অন্য একজন বলল- খুবই অদ্ভুত ও অনভিপ্রেত ঘটনা, তবে এই ঘটনা দেখে হাসবো নাকি খারাপ লাগবে সেটাই বুঝে উঠতে পারছিনা। এটা বলে তিনি তিনটি হাসির ইমোজিও যোগ করেছে। তৃতীয় ব্যক্তি লিখেছেন- ভুল করেছে ওই ব্যক্তি, এভাবে কখনোই বাসে ওঠা উচিত না।

এক্সে চর্চার কেন্দ্রবিন্দুতে এই ভিডিও

ভিডিওটি ৭৮ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং ১ হাজারেরও বেশি লাইক পেয়েছে। এই ঘটনাটি আমাদের সচেতন করে তোলে যে, শর্টকাট নেওয়ার চেষ্টা করলে অনেক সময়ই বিপদে পড়তে হয়। তাই, জনবহুল যানবাহনে চড়ার সময় সাবধানে চলাফেরা করা উচিত।