Today Trending Newsদেশনিউজ

তৃতীয়বারের জন্য শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল, আমন্ত্রিত বাস ড্রাইভার, অটো চালক, কৃষক

Advertisement

আর কিছুক্ষণের মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীত্ব পদে তৃতীয় বারের জন্য শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। গত ৮ ফেব্রুয়ারি ছিল দিল্লির বিধানসভার নির্বাচন। এবং গত ১১ ফেব্রুয়ারি ছিল দিল্লির বিধানসভার নির্বাচনের ফলপ্রকাশ। বিপুল ভোটে জয়ী হয়ে অরবিন্দ কেজরিওয়াল আবারও দিল্লির ক্ষমতায় এসেছেন। বিধানসভা নির্বাচন হয়েছিল মোট ৭০ টি আসনে। যেখানে আম আদমি পার্টি পেয়েছে ৬২ টি আসন এবং বাকি ৮ রি আসন পেয়েছে বিজেপি। ভোট প্রচারের আগে বিজেপি নেতার কটু মন্তব্য দিল্লির মানুষের মনে নেতিবাচক ধারনার সৃষ্টি করেছে যার ফলে তাদের ভোটের জয় সেভাবে হয়নি বলে মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অপরদিকে, দিল্লির মানুষের জন্য কাজ, বিদ্যালয় প্রতিষ্ঠা, সিসিটিভির ব্যবহার, মহিলাদের বিনামূল্যে যাতায়াত, ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে পানীয় জল এইসমস্ত সুবিধার ফলে আম আদমি পার্টি আবারও ক্ষমতায় আসতে পেরেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ৬২ টি আসনে জয়লাভ করে আজ কেজরিওয়াল তার রাজ্যের অর্থাৎ সাধারণ মানুষের সামনে আগামী পাঁচ বছরের জন্য শপথ নেবেন। দিল্লির সাফাই কর্মী, বাসচালক, স্কুল শিক্ষক সহ দিল্লির পঞ্চাশজন সাধারন মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এছাড়া দিল্লির ৭ জন সাংসদ ও সদ্য নির্বাচিত ৮ বিজেপি বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন : ১ লা মে থেকে শুরু, এনপিআরের কাজ শুরু করবে এই রাজ্য

বিশেষ সূত্রে জানা গিয়েছে, এই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেজরিওয়াল ‘দিল্লিকেন্দ্রিক’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বা ভিন রাজ্যের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি এই অনুষ্ঠানে। এছাড়া রামলীলা ময়দানে মঞ্চের সামনে বসার জন্য প্রায় ৪৫ হাজার চেয়ারের বন্দবস্ত থাকবে। পাশাপাশি রামলীলা ময়দানের বিভিন্ন প্রান্তে বসানো থাকছে ১২টি এলইডি জায়ান্ট স্ক্রিন। তার মাধ্যমেও দেখা যাবে শপথগ্রহণের গোটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রায় ১ লক্ষ লোকের জমায়েত হবে বলে মনে করছে আপ নেতৃত্ব। তাই এখানে আগত সকলেই যাতে শপথগ্রহণ অনুষ্ঠান দেখতে পারেন, তার সুষ্ঠ আয়োজন রাখা হয়েছে।

Related Articles

Back to top button