সরকারি হস্তক্ষেপের এবারে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটতে চলেছেন ৫ বাস মালিক সংগঠন। বুধবার রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দীর্ঘক্ষন বৈঠকের পরে নিজেদের এই সিদ্ধান্ত ঘোষণা করলেন বেঙ্গল বাস সিন্ডিকেটের অনেকে। এছাড়া অন্যান্য সংগঠনগুলি এই একই সিদ্ধান্ত সমর্থন করেছে। তার ফলেই নতুন করে চাপ থেকে মুক্তি পেলেন কয়েক হাজার নিত্যযাত্রী। ব্যস্ততম সময়ে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য সাধারণ মানুষের ভরসা থাকে শুধুমাত্র বেসরকারি বাস। আর এই বেসরকারি বাস যদি বন্ধ থাকে তাও আবার টানা ৩ দিন তাহলে তাদের বিশাল সমস্যায় পড়তে হবে বৈকি।
ডিজেলের দাম কমানো সহ জিএসটি স্কেল সংশোধন এর মত বেশ কিছু দাবি নিয়ে ২৮ তারিখ থেকে টানা তিনদিন বাস ধর্মঘটের দাবি জানিয়েছিল ৫ বাস মালিক সংগঠন। তাদের এই সিদ্ধান্তের পরে সমস্যায় পড়তে হতো নিত্যযাত্রীদের। নিত্যযাত্রীদের এই সমস্যা দূরীকরণে এবার এগিয়ে এলো রাজ্য সরকার। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) বাস মালিক সংগঠনগুলির সঙ্গে আরো একবার বৈঠক করেন। আর এই বৈঠকেই মেলে সমাধান সূত্র। আলাপন বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে বৈঠকের পর বাইরে বেরিয়ে বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ-সভাপতি জানালেন,” রাজ্য সরকার আমাদের বেশ কয়েকটি দাবি মেনে নিয়েছে। মুখ্য সচিব জানিয়েছেন, কেন্দ্র যদি ডিজেলের উপরে কর কমায় তাহলে রাজ্য ডিজেলের ওপরে করের অঙ্ক কমিয়ে দেবে।”
পাশাপাশি ২৮ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ভাড়া বৃদ্ধির দাবিতে ট্যাক্সি সংগঠনগুলি ধর্মঘট ডেকে ছিল। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর তারাও নিজেদের ধর্মঘট তুলে নিয়েছে বলে জানা গিয়েছে। তাদের সংগঠন ধর্মঘর ডাক দিলেও চালকরা এই ধর্মঘট সমর্থন করেনি বলে জানা গিয়েছে। চালকরা ট্যাক্সি নিয়ে রাস্তায় নামতে চাইছেন বলে জানাচ্ছেন ট্যাক্সি সংগঠনের শীর্ষ নেতৃত্ব। তাই গণপরিবহন আগামী তিন দিনের জন্য স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে।