ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: নতুন যুগের সুপারহিট ব্যবসা, প্রতিমাসে আয় ১০ লাখ টাকা, জানুন কীভাবে শুরু করবেন

আজকাল বৈদ্যুতিক গাড়ির চাহিদা যেরকম ভাবে বৃদ্ধি পেয়েছে, একইভাবে বৃদ্ধি পেয়েছে চার্জিং স্টেশনের চাহিদা

Advertisement

আজকালকার দিনে ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির যুগের সবাই একটা না একটা ব্যবসা করতে চাইছেন যেটা শুধুমাত্র তার নিজের ব্যবসা হবে। এই মুহূর্তে ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম একেবারে আকাশ ছোঁয়া। একই সাথে দাম বাড়তে শুরু করেছে সিএনজি গ্যাসের। এর ফলে পেট্রোল-ডিজেল এবং সিএনজি বাদ দিয়ে এখন সবাই ইলেকট্রিক ভেহিকেল চালাতে বেশি পছন্দ করছেন। তাই ইলেকট্রিক বাইকের বাজারে যেন একেবারে ধুম পড়ে গিয়েছে। এর পাশাপাশি ইলেকট্রিক বাইক চালাতে খুব একটা বেশি খরচও করতে হয় না সাধারণ মানুষকে। সেই কারণে এই ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির যুগে ইলেকট্রিক ভেহিকেল অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু করেছে। এমনিতেই গ্রামের দিকে বেশ অনেক ইলেকট্রিক রিক্সা এবং টোটো চলে। এমন পরিস্থিতিতে আপনি একটি ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশনের ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসা যদি আপনি ভালোভাবে চালাতে পারেন তাহলে আপনার প্রতি মাসে প্রচুর টাকা লাভ হতে পারে।

একটি বৈদ্যুতিক চার্জিং স্টেশন চালু করতে হলে আপনার কাছে অবশ্যই রাস্তার পাশে ৫০ থেকে ১০০ বর্গ গজের একটি খালি প্লট থাকতে হবে। এই খালি জায়গাটি আপনার নামে থাকতে হবে, অথবা আপনি কারোর থেকে নূন্যতম ১০ বছরের জন্য এই জায়গাটির লিজ নিতে পারেন। বৈদ্যুতিক গাড়ি চালানোর জন্য পরিবেশের কোন দূষণ হয় না। সেই কারণে আজকালকার দিনে বৈদ্যুতিক গাড়ি অনেকেই ব্যবহার করতে চাইছেন। তাই যদি রাস্তার ধারে আপনার ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন হয় তাহলে আপনি সহজেই সেই সমস্ত গাড়িকে আকৃষ্ট করতে পারবেন নিজের চার্জিং স্টেশনের দিকে।

এবার সব থেকে বড় প্রশ্ন হলো কিভাবে আপনি এই ব্যবসা শুরু করবেন? বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপনের জন্য বেশ কিছু জায়গা থেকে আপনাকে অনুমতি নিতে হবে। প্রথমত আপনাকে বন বিভাগ দমকল বিভাগ এবং মিউনিসিপাল কর্পোরেশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এছাড়াও চার্জিং স্টেশনে গাড়ি পার্কিং এবং প্রবেশ ও বের হওয়ার জন্য যথাযথ জায়গা থাকতে হবে। তার পাশাপাশি পানীয় জল টয়লেট বিশ্রাম কক্ষ অগ্নি নির্বাপক যন্ত্র আপনার চার্জিং স্টেশনে থাকতে হবে। মোটামুটি ৪০ লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে আপনার এই চার্জিং স্টেশন স্থাপন করতে। তবে এর থেকে কম খরচের মধ্যেও আপনি চার্জিং স্টেশন তৈরি করতে পারেন। তবে সে ক্ষেত্রে জমি আপনার নামে হতে হবে।

কত টাকা আয় করবেন?

যদি ৩০০০ কিলোওয়াটের একটি চার্জিং স্টেশন স্থাপন করতে পারেন আপনি তাহলে প্রতি কিলোওয়াট পিছু আপনার ২.৫ টাকা করে আয় হবে। আপনার চার্জিং স্টেশনে যদি অনেকেই গাড়ি নিয়ে আসেন তাহলে একদিনে মোটামুটি ৭৫০০ টাকা মতো আয় করতে পারবেন আপনি। সেই হিসেবে দেখতে গেলে আপনি প্রতি মাসে ২.২৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। সমস্ত খরচ বহন করার পরেও আপনি সহজেই ১.৫ লক্ষ টাকা লাভের মুখ দেখতে পারেন প্রতি মাসে। তবে যদি আপনার বাড়ি বেশ ভালো জায়গায় হয় যেখানে মানুষের কাছে প্রচুর ইলেকট্রিক গাড়ি রয়েছে তাহলে আপনি প্রতি মাসে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন।

Related Articles

Back to top button