ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: দশেরা-দিওয়ালির শুভ লগ্নে শুরু করুন এই সুপারহিট ব্যবসা, প্রতি মাসে আয় হবে লক্ষাধিক টাকা

বাড়িতে বেকার বসে না থেকে এই সুযোগকে কাজে লাগিয়ে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল ব্যবসায়ী।

Advertisement

আগামী কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দেবী বন্দনা। দুর্গা উৎসবকে কেন্দ্র করে বর্তমানে আনন্দের সীমা নেই প্রত্যেকটি মানুষের হৃদয়ে। আর এই দুর্গা উৎসবের মাধ্যমে শুরু হতে চলেছে ভারতীয়দের বারো মাসে তেরো পার্বণ। আগামী কয়েক মাসের মধ্যে দীপাবলি, ছট পূজা, সরস্বতী পূজার মতো একাধিক বড় পার্বণ অনুষ্ঠিত হবে। আর পার্বণ মানেই রঙিন আলোর মেলা। বিগত কয়েক বছরে ভারতের বাজারে যার চাহিদা ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। আর এই সমস্ত উৎসবকে কেন্দ্র করে আপনিও শুরু করতে পারেন আপনার ছোট্ট ব্যবসা।

আজ্ঞে হ্যাঁ, বাড়িতে বেকার বসে না থেকে এই সুযোগকে কাজে লাগিয়ে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল ব্যবসায়ী। আর ব্যবসা করার জন্য আপনাকে বেছে নিতে হবে উৎসবের মরশুম গুলো। কারণ, উৎসবের দিনেই চোখে পড়ার মতো বিক্রি বেড়ে যায় মোমবাতি এবং ইলেকট্রিক লাইটের। ফলে খুব কম বিনিয়োগে আপনিও শুরু করতে পারেন লাভজনক ব্যবসাটি।

আমরা আপনাদের বলি, বাড়িতে মোমবাতি বানানোর জন্য আপনাকে মাত্র দশ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। বাজার থেকে খুব সহজেই কাঁচামাল হিসেবে মোম এবং বিভিন্ন প্রকার ডাইস কিনতে পাওয়া যায়। যা কিনে এনে আপনি আপনার পছন্দ অনুযায়ী মোমবাতি তৈরি করে বাজারে বিক্রি করতে পারেন।

তাছাড়া রঙিন আলোর ব্যবসার ক্ষেত্রেও আপনি খুব কম টাকা বিনিয়োগ করেন অধিক উপার্জন করতে পারেন। আপনার নিকটস্থ ইলেকট্রিক বাজার থেকে বিভিন্ন ধরনের ঝাড়বাতি এবং রঙিন আলো কম টাকায় কিনে এনে অধিক টাকায় বিক্রি করে ভালো উপার্জন করতে পারেন। এমনকি, একাধিক কোম্পানি রয়েছে যারা বিনামূল্যে নিজেদের প্রোডাক্ট বিক্রি করার জন্য ব্যবসায়ীদেরকে অফার করে থাকে। এরপর প্রোডাক্ট বিক্রি করে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করতে হয় ওই ব্যবসায়ীকে। আপনি চাইলেও এই সুযোগটি কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে বিনা বিনিয়োগে হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন আপনি।

Related Articles

Back to top button