ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এলআইসির এই প্ল্যানে একবার টাকা রাখুন, পাবেন সারাজীবন

Advertisement

জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স বলতে আমাদের প্রথমেই যার কথা মাথায় আসে সেটা এলআইসি। এবার এলআইসি গ্রাহকদের জন্য একটি বিশেষ পলিসি নিয়ে এল। এই পলিসিতে মাত্র একবার টাকা দিয়ে সারাজীবন পাওয়া যাবে পেনশন। নতুন এই স্কীমের নাম ‘জীবন শান্তি স্কীম’। এলআইসির এই প্ল্যানে Minimum Assured Amount হলো দেড় লক্ষ টাকা। এর বেশি ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকাও জমা রাখতে পারবেন গ্রাহকরা এই স্কীমে।

নতুন এই স্কীমে মাত্র একবার বিনিয়োগ করতে হবে। আর এই একবার বিনিয়োগ করেই অবসরের পর আপনি পেনশন পাবেন। এই স্কীমটি মা-বাবা বা ভাই-বোনের সঙ্গে জয়েন্ট স্কীমেও খোলা যেতে পারে। গ্রাহকরা এই স্কীমে লোন নেওয়ার সুবিধা পাবেন। লোন নেওয়ার জন্য পলিসির বয়স কমপক্ষে দুই বছর হতে হবে। কমপক্ষে ৩০ বছর বয়সী যে কেউ এই পলিসি নিতে পারবেন। এই স্কীমে গ্রাহক চাইলে অবিলম্বে পেনশন নেওয়া শুরু করতে পারেন বা কিছু সময়ের পরেও নিতে পারেন। তাৎক্ষণিক পেনশনের জন্য বয়স ৮৫ বছরের বেশি হওয়া চলবে না।

এই স্কীমে কোনো গ্রাহক যদি ৫০ বছর বয়সে ১০ লক্ষ টাকা টাকার পেনশন বিকল্প পছন্দ করেন সেক্ষেত্রে তাঁকে এককালীন ১০ লক্ষ ১৮ হাজার টাকা প্রিমিয়াম জমা দিতে হবে। এরপর প্রতিমাসে ৫৬১৭ টাকা করে পেনশন পাবেন ওই গ্রাহক। যতদিন গ্রাহক বেঁচে থাকবেন ততদিন পেনশন পাবেন, তারপর পেনশন আসা বন্ধ হয়ে যাবে।

Related Articles

Back to top button