চুম্বন বাদ! মাস্ক পরে যৌন সঙ্গম করা নিরাপদ, দাবি কানাডার শীর্ষ স্বাস্থ্য কর্তার
কানাডা: গোটা বিশ্বকে করোনা ভাইরাস কাবু করে রেখেছে। যত দিন যাচ্ছে তত সংক্রমনের সংখ্যা বেড়েই চলেছে। সুস্থতার হার বিভিন্ন দেশে বাড়লেও পাল্লা দিয়ে সংক্রমনের সংখ্যাও কিন্তু বেড়ে চলেছে। এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২ কোটি ৬১ লক্ষ ছাড়িয়েছে। এই ভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৬৭ হাজার ৩৭৪ জনের। ভারতেও করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। এমন সময় কতটা নিরাপদ যৌন সঙ্গম? নিজের কাছের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে কাটানোর সময় আপনি করোনা ভাইরাসকে আপনার শরীরে প্রবেশ করার ছাড়পত্র দিচ্ছেন না তো? এই প্রসঙ্গ নিয়ে রীতিমত গবেষণা চলছে। তবে বিশেষজ্ঞদের মত, সমস্ত নিয়ম মেনে বা বলা ভাল বিধিনিষেধ মেনে যদি যৌন সঙ্গম করা যায়, তাহলে ঝুঁকির সম্ভাবনা অনেক কম থাকে।
যৌন সঙ্গমের সময় কেউ মাস্ক পরা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয় চুম্বন এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তাঁরা।
এবার এক নজরে দেখে নিন কী কী নিয়ম মেনে চলার কথা বলেছেন কানাডার বিশিষ্ট চিকিৎসক থেরেসা ট্যাম।…
● যৌন সঙ্গমের সময় মাস্ক পড়ে থাকা উচিত।
● যৌন সঙ্গমের সময় যাতে একে অপরের নাক ও মুখের মধ্যে দূরত্ব বজায় থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
● যৌন সঙ্গমের সময় একে অপরের শ্বাস-প্রশ্বাস কোনওভাবেই আদান-প্রদান না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
● যৌন সঙ্গমের আগে দুজনের মধ্যে কারোর জ্বর, গলাব্যথা, সর্দি-কাশি জাতীয় সংক্রমণ আছে কিনা, সেটা ভাল করে জেনে-বুঝে নিতে হবে। যদি কোনও এরকম সংক্রমণ থাকে তাহলে কোনওভাবেই যৌন সঙ্গমে লিপ্ত হওয়া উচিত নয়।
● করোনা আবহের মধ্যে কোনওভাবেই কোনও নতুন সঙ্গী বা অপরিচিত কারোর সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হওয়া উচিত নয়। সেক্ষেত্রে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল থাকে।