দেশনিউজ

বাতিল আধার, পাসপোর্ট, ভোটার কার্ড! কি করতে চলেছে সরকার! দেশজুড়ে তোলপাড়

Advertisement

এক দেশ, এক ভোট’-এর জল্পনা শুরু হয়েছিল গত লোকসভা নির্বাচনের আগে থেকেই। মোদী সরকার দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর যা আরও তীব্র হয়। এর সাথেই অন্যান্য আরও কয়েকটি বিষয়টে এক করার ভাবনা প্রকাশ করে কেন্দ্র।

‘এক দেশ, এক ভাষা’-র কথা ঘোষণা করে মূলত দক্ষিণের রাজ্যগুলোর বিরোধিতার মুখোমুখি হয়ে, তা থেকে সরে আসতে বাধ্য হয় সরকার। এর পর বিতর্ক বাড়িয়ে বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ‘এক দেশ, এক দল’-এর কথা ঘোষণা করেন। তবে সমালোচনার মুখে পড়ে এই সব বিষয়ে বেশি না এগোলেও এবার আবার তিনি ঘোষণা করেন ‘এক দেশ, এক কার্ড’-এর কথা।

সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ‘এক দেশ, এক কার্ড’-এর প্রস্তাব দেন। তিনি বলেন, ‘আধার, পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড সবকিছুর জন্য একটাই কার্ড হলে কেমন হবে?’ তাঁর এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা উদ্যোগকে সাধুবাদ জানালেও, এই বিশাল কর্মযজ্ঞ কিভাবে সফল করা সম্ভব হবে সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন।

Related Articles

Back to top button