নিউজদেশ

IRCTC Ticket Cancel: অনেকগুলি টিকিটের মধ্যে থেকে একটি টিকিট বাতিল করতে চান? তাহলে মেনে চলুন এই কয়েকটি স্টেপ

সম্প্রতি ভারতীয় রেলের টিকিট বুকিং ওয়েবসাইট IRCTC ই-টিকিটের ক্ষেত্রে এই নিয়ম নিয়ে এসেছে

Advertisement
Advertisement

আপনি কি IRCTC ওয়েবসাইটে একাধিক ব্যক্তির জন্য ট্রেনের টিকিট বুক করেছেন এবং এখন তাদের মধ্যে একজনের টিকিট বাতিল করতে চান? তাহলে এর একটি সহজ সমাধান রয়েছে আমাদের কাছে। যখনই আমরা পরিবার এবং বন্ধুদের সাথে ভ্রমণ করি আমরা প্রায়ই একসাথে ট্রেনের টিকিট সংরক্ষণ করি। তবে পরিকল্পনা পরিবর্তনের কারণে হয়তো অনেক সময় আমাদের টিকিট বাতিল করার প্রয়োজন পড়ে। একটি সিঙ্গেল টিকিট বাতিল করা খুবই সহজ কাজ হলেও যখন আমাদের অনেকগুলো টিকিটের মধ্যে একটি টিকিট বাতিল করতে হয় তখন ব্যাপারটা খুব একটা সহজ হয় না। তখন আমরা প্রায়শই সন্দেহের মধ্যে পড়ে যাই যে, ৩-৪ টি টিকিটের মধ্যে থেকে কিভাবে একটি টিকিট আমরা বাতিল করব!

Advertisement
Advertisement

এই নিবন্ধে আমরা আপনাদের এই বিষয়ে সহজ সুলুকসন্ধান দিতে চলেছি। ইলেকট্রনিক টিকিট আংশিক বাতিল করার জন্য আপনাকে অবশ্যই আইআরসিটিসি ই-টিকেটিং ওয়েবসাইটে লগইন করতে হবে। তবে আপনাদের মাথায় রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত চার্ট তৈরি করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ভারতীয় রেলের একটি টিকিট বাতিল করতে পারবেন না। আরো একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, রেলওয়ে টিকিট কাউন্টারে কিন্তু এই ইলেকট্রনিক টিকিট বাতিল করা যায় না। আপনাকে আইআরসিটিসি ওয়েবসাইটে এবং অ্যাপের মাধ্যমেই এই টিকিট বাতিল করতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই টিকিট আপনি বাতিল করবেন।

Advertisement

পদ্ধতি :

Advertisement
Advertisement

১. প্রথমত, IRCTC ই-টিকিটিং ওয়েবসাইট irctc.co.in খুলুন

২. সঠিক ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিয়ে করে লগ ইন করুন

৩. এবার সাইন-ইন অপশনে ক্লিক করুন।

৪. এখন নির্দিষ্ট ই-টিকিট বাতিল করতে, “মাই ট্রানজাকশন” এ যান।

৫. এবারে, অ্যাকাউন্ট মেনুর অধীনে “বুকড টিকিট হিস্টোরি” লিঙ্কে ক্লিক করুন।

৬. আপনি এই বিভাগে আপনার বুক করা টিকিট দেখতে পাবেন।

৭. এখন আপনি যে টিকিটটি বাতিল করতে চান সেটি নির্বাচন করুন এবং “ক্যানসেল টিকিট” বিকল্পে ক্লিক করুন।

৮. যদি একাধিক যাত্রীর টিকিট বাতিল করতে হয়, তাহলে তাদের নাম নির্বাচন করে বাতিলকরণ শুরু করুন।

৯. এখন যাত্রীর নামের আগে চেক বক্সটি নির্বাচন করুন এবং “ক্যানসেল টিকিট” বোতামে ক্লিক করুন।

১০. বাতিলকরণ নিশ্চিত করতে নিশ্চিতকরণ পপআপ-এ ঠিক আছে ক্লিক করুন।

১১. বাতিলকরণ সফল হওয়ার পর, বাতিল করার জন্য যতটা টাকা লাগে, সেই পরিমাণ টাকা কেটে নেওয়া হবে। আর বাকি আপনার অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

১২. আপনি আপনার নিবন্ধিত মোবাইল নম্বর এবং ইমেলে বাতিলকরণের একটি নিশ্চিতকরণ SMS এবং ইমেলও পাবেন।

Related Articles

Back to top button