বলিউডবিনোদন

কোনও সমর্থন ছাড়া হাঁটতে পারেন না, বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ধর্মেন্দ্র

বলিউড তারকা ধর্মেন্দ্রর বয়স বর্তমানে ৮৫ বছর

Advertisement

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে এক অন্যতম জনপ্রিয় নাম হল ধর্মেন্দ্র। আমাদের আগের প্রজন্ম থেকে শুরু করে এখনও অব্দি সকলেই ধর্মেন্দ্রের কোনো না কোনো হিট হিন্দি ছবি নিশ্চয়ই দেখেছেন। শুনলে অবাক হবেন যে এই অভিনেতা তাঁর ৮২ বছর বয়সে ক্যামেরার সামনে এসে কাজ করেছেন “ইয়ামলা পাগলা দিবানা ফির সে” সিনেমায়। সিনেমা দেখে দর্শকরা অবাক হয়ে গিয়েছিলেন যে উত্তেজনা উদ্দীপনায় তিনি সানি বা ববি দেওলকেও হার মানাচ্ছেন। এত বয়সে ধর্মেন্দ্রর মন মাতানো পারফরম্যান্স সকলকেই অবাক করে দিয়েছিল।

আসলে ধর্মেন্দ্র বলিউডে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। তার অভিনয় ক্যারিয়ার বলিউডের এক গোল্ডেন পর্ব। নিজের কাজের প্রতি ব্যাপক নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম এই অভিনেতার সাফল্যের চাবিকাঠি। আর তাই তো ভারত ভূখণ্ডের লাখ লাখ মানুষ এই অভিনেতার ফ্যান। অবশ্য শুধু ভারত ভূখণ্ডের কথাটা বলা ভুল হবে। ধর্মেন্দ্রর অনুরাগী বিদেশের মাটিতেও ছড়িয়ে রয়েছে। এখনো অব্দি সোশ্যাল মিডিয়াতে ধর্মেন্দ্রর কোনো ছবি সামনে এলে তা দাবানলের মত ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে যায়। তবে সম্প্রতি এমন এক ছবি সামনে এসেছে যা দেখে মন ভারাক্রান্ত ধর্মেন্দ্র অনুরাগীদের।

বলিউড তারকা ধর্মেন্দ্রর বয়স বর্তমানে ৮৫ বছর। তাই স্বাভাবিকভাবেই আগের মত সুস্থ তিনি আর নেই। বয়সজনিত কারণে তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন। এমনকি তিনি এখন আর ঠিকমতো হাঁটতে পারছেন না। হাঁটতে গেলেও ধর্মেন্দ্রকে কিছু না কিছু ধরে বা কারুর সাহায্যে পা ফেলতে হচ্ছে। সম্প্রতি অভিনেতার এমন অবস্থার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা তুমুল ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা এই ছবি দেখে কমেন্ট করে জানান যে ছবি দেখেই তাদের মনটা খারাপ হয়ে গেল। অনেকে আবেগপ্রবণ হয়েছেন কারণ দেখে বোঝাই যাচ্ছে বলিউড লেজেন্ডের অবস্থা বেশ সংকটজনক।

প্রসঙ্গত উল্লেখ্য, বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর পুরো নাম ধরম সিং দেওল। ১৯৬০ সালে অভিনেতা গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখেন। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘দিল ভি তেরা হাম ভি তেরে’। তারপর একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন তিনি। এই সুপারহিট অভিনেতার বর্তমানের অবস্থা দেখে তাই আবেগপ্রবণ হয়ে গিয়েছেন প্রায় লাখ লাখ অনুরাগী। সকলেই প্রার্থনা করছেন যাতে ধর্মেন্দ্র খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

Related Articles

Back to top button