গরু পাচার মামলা প্রসঙ্গ নিয়ে আজকাল সর্বক্ষণ খবরের শিরোনামে থাকেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি গুরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লিতে এনে জেরা করার অনুমতি পেল। এই বিষয়ে গত শনিবার শুনানি হয়েছে দিল্লি রাউস এভিনিউ আদালতে। ইডির প্রোডাকশন ওয়ারেন্ট অনুযায়ী গত সোমবার হাইকোর্ট রায় ঘোষণা করে জানিয়েছে যে প্রয়োজনে অনুব্রত মণ্ডলকে রাজধানীতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা যাবে।
বর্তমানে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় অভিযুক্ত হয়ে আসানসোলের সংশোধনাগারে বন্দি। তাঁকে দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে নাকি এই প্রসঙ্গে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাঁদের কাছে এই অর্ডারের কোনো কপি এসে পৌঁছায়নি। তবে ইডি সূত্রে খবর আজকের মধ্যেই অর্ডারের নথি এসে পৌঁছে যাবে। তারপরই অনুব্রতকে দিল্লির আদালতে তোলার ব্যবস্থা করা হবে।
আপনাদের জানিয়ে রাখি, এই মামলার প্রথম থেকেই ইডি চাইছিল যে বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে যাতে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা যায়। ইতিমধ্যেই এই মামলায় অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সেগল হোসেন, মূল অভিযুক্ত এনামুল হক এবং বিএসএফ কমান্ডার সতীশ কুমার দিল্লির তিহার জেলে রয়েছেন। এবার কি অনুব্রতর ঠিকানাও হবে তিহার জেল? তবে অনুব্রতকে যাতে কোনভাবেই না দিল্লিতে নিয়ে যাওয়া হয়, তার জন্য ব্যাপক চেষ্টা করছেন অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল।