Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: খালি হাতে বিশাল লম্বা কিং কোবরা সাপকে ধরল এক ব্যাক্তি, মুহূর্তে ভিডিও ভাইরাল

Updated :  Saturday, January 29, 2022 10:20 AM

সরীসৃপ প্রজাতির সাপকে দেখলে গা শিউরে ওঠে না, এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম। সাধারণত সাপ জঙ্গলের মধ্যে বা কোনো ফাঁকা এলাকায় মাটির মধ্যে গর্ত করে থাকে। তবে উন্নতির যুগে আমরা ধীরে ধীরে জঙ্গল সাফ করে বাড়ি বানানোর কার্যে মেতে উঠেছি। তাই এখনকার দিনের মাঝে মাঝেই লোকালয় বিষধর বিভিন্ন সাপ চলে আসতে দেখা যায়। তারা গ্রামের দিকে মাটির বাড়ির আনাচে-কানাচে বা কোনো ঘুপসি জায়গায় লুকিয়ে থাকতে পছন্দ করে। এই প্রাণীটি এতই ভয়ঙ্কর যে মাত্র একবার দংশন করলে কোনো মানুষের প্রাণ কিছু সেকেন্ডের মধ্যে চলে যেতে পারে। তাই কমবেশি সকলেই সাপের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে থাকার চেষ্টা করে।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে অবাক হয়ে গিয়েছে গোটা দুনিয়ার মানুষজন। জানা গিয়েছে, দক্ষিণ থাইল্যান্ডের ক্রাবি অঞ্চলে একটি বাগানের মধ্যে বিরাট বড় কিং কোবরা সাপ দেখা যায়। সেই সাপটিকে এক প্রশিক্ষিত ব্যক্তি কোনো যন্ত্র ছাড়াই খালি হাতে ধরে জব্দ করে। ভিডিওটি দেখে রীতিমত অবাক হয়ে যায় নেটিজেনরা। ওত বড় সাপকে দেখে যেখানে সকলে ভয়ে সিঁটিয়ে গিয়েছে, সেখানে ওই ব্যক্তি খালি হাতেই সাপটিকে কায়দা করে ধরে নিয়েছে।

স্থানীয় রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, ওই বিরাট লম্বা কিং কোবরা সাপটির দৈর্ঘ্য প্রায় ৪.৫ মিটার এবং সাপটির ওজন ১০ কিলোগ্রাম। এই বিরাট সাপটিকে কোনো যন্ত্রাংশ ছাড়াই খালি হাতে ধরেন বছর চল্লিশের ব্যক্তি সুতি নাইওহাদ। মাত্র ২০ মিনিটের মধ্যেই নানা কায়দা করে ব্যক্তিটি সাপটিকে ধরে একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। তবে সাপটিও বারবার ওই ব্যক্তির দিকে ফণা তুলে ছোবল মারার চেষ্টা করছিল।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই তা দাবানলের মত ছড়িয়ে যায়। ভিডিও দেখে প্রায় সকলের একটাই মন্তব্য যে ওত বড় কিং কোবরা সাপটাকে দেখে ব্যক্তির একবারও ভয় লাগল না? কমেন্ট করে সকলেই ব্যক্তির সাহসিকতার তারিফ করেছে। তবে একদল নেটিজেনের মতে ওই ব্যক্তির সাপ ধরার যন্ত্রাংশ নিয়ে সঠিক নিরাপত্তা বজায় রেখে সাপটি ধরা উচিত ছিল। ভিডিওটি ইতিমধ্যেই অগুনতি মানুষ দেখেছেন এবং লাইক কমেন্ট এবং শেয়ারের বন্যা বইয়ে দিয়েছেন।