Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

BREAKING: নারদা কাণ্ডে প্রথম গ্রেফতার করলো CBI

Updated :  Thursday, September 26, 2019 7:19 PM

প্রীতম দাস: গোয়েন্দা প্রধান রাজিব কুমার এর অন্তর্ধান নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম। রাজিব কুমার কে খুঁজে বের করতে যখন সি বি আই তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জাইগাতে। ঠিক তখনই আরেকজন আই পি এস, এস এম এইচ মির্জা এর গ্রেফতারি সেই রাজ্য রাজনীতির উত্তেজনাতে নিঃসন্দেহে এক নতুন পালক যোগ করলো।

আই পি এস মির্জা নারদা মামলায় অন্যতম অভিযুক্ত, যাকে অনেকবার এই ইস্যুতে জিজ্ঞাসাবাদ করেছে সি বি আই। বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার কে আজ গ্রেফতার করলো সি বি আই। প্রাক্তন পুলিশ সুপার মির্জাকে নারাদা স্টিং অপারেশনে টাকা নিতে দেখা গিয়েছিল।

বলাবাহুল্য, নাড়দা মামলাতে প্রথম কাউকে গ্রেফতার করলো সি বি আই। সি বি আই এর গ্রেফতারি প্রসঙ্গে রাহুল সিনহা বলেন , নাড়দা মামলায় গ্রেফতারের উদ্ভোদন হলো। দোষীদের উপরে ব্যাবস্থা নেওয়া হবেই কেউ ছার পাবেন না।

তবে নারদ স্টিং এর ভিডিও আমরা ব্যাক্তিগতভাবে ভিডিও এর সত্যতা যাচাই করেনি। নারদ মামলাতে অনেক জনকে জিজ্ঞাসাবাদ করা করেছে তবে এই প্রথম গ্রেফতার হলো কেউ। ইতিমধ্যে মির্জাকে বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয়েছে। তাকে নিজেদের হেফাজতে পেতে সি বি আই আবেদন জানিয়েছে