নিউজরাজ্য

দ্বাদশীর দিনই মহাবিপদে অনুব্রত, সিবিআই-র চার্জশিটে অনুব্রতর সম্পত্তি দেখে চোখ উঠবে কপালে

১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, ৫৩ টি দলিল রয়েছে অনুব্রত মণ্ডল এবং তার পরিবারের নামে

Advertisement

গরুপাচার কান্ড নিয়ে ইতিমধ্যেই তদন্ত অনেকটা এগিয়েছে সিবিআই। আগে তিনটি চার্জশিটে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিল সিবিআই। আর এবারে তার বিরুদ্ধে চতুর্থ চার্জশিট জমা পড়ল আসানসোল আদালতে। সিবিআই সূত্রে খবর, ৩৫ পাতার এই চার্জশিটে অনুব্রত মণ্ডলকে দুর্নীতি কান্ডের মূল পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা হয়েছে। অনুব্রত মণ্ডলের নামে থাকা বিভিন্ন ব্যাংকের নথি, জমি এবং চালকলের কাগজপত্র খতিয়ে দেখে তৈরি করা হয়েছে চার্জশিট। তৃণমূল নেতার প্রাক্তন দেহরক্ষী সেহগল হোসেনের বিরুদ্ধে যে যে ধারায় মামলা করা হয়েছিল, সেই সমস্ত ধারা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই চার্জশিটে অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তির উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে। এই তালিকায় রয়েছে ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিট এবং ৫৩ টি দলিল। পাশাপাশি প্রায় ২৫টি বেনামী দলিলের কথাও উল্লেখ রয়েছে চার্জশিটে। সূত্রের খবর, এই বিপুল সম্পত্তি রয়েছে অনুব্রত মন্ডলের পরিবারের নামে। এই চার্জশিটে তিনটি চালকলের কথা উল্লেখ করা রয়েছে। এছাড়াও এই চালকলের নামে বিভিন্ন ব্যাংক একাউন্টের তথ্য তুলে ধরা হয়েছে এই চার্জশিটে। কলকাতা এবং বীরভূমে অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ছবি মন্ডল এবং কন্যা সুকন্যা মন্ডলের নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই কর্তৃপক্ষ। এই বিষয়টিও এই চার্জশিটে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত গরু পাচার কাণ্ডে তিনটি সাপ্লিমেন্টারি চার্জশিট সহ এই নিয়ে সর্বমোট চারটি চার্জশিট ফাইল করেছে সিবিআই কর্তৃপক্ষ। শুক্রবার অনুব্রত মণ্ডলের নামে কেবলমাত্র এই চার্জশিট জমা পড়েছে। চারটি চার্জশিট মিলিয়ে মোট ১২ জনের নামে চার্জশিট জমা পড়েছে এই গরু পাচার মামলায়। অনুব্রত মণ্ডলের উপর চাপ বাড়ানোর জন্য কয়লা এবং গরু পাচার নিয়ে রাজ্য পুলিশে দায়ের হওয়ার সমস্ত মামলার তথ্য হাতে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, কয়লা এবং গরু পাছায় মামলায় তাদের করা ECIR এ যুক্ত করা হয়েছে সমস্ত নথি এবং সমস্ত তথ্য। সবমিলিয়ে দ্বাদশীর দিন মহাবিপদে অনুব্রত।

Related Articles

Back to top button