বর্তমান সময়ে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমার সারদা কান্ড নিয়ে ক্রমাগত খবরের শিরোনামে রয়েছেন। কিছুদিন আগে তার বাড়িতে সিবিআই ছদ্মবেশে ঢুকে পড়ে। বর্তমানে ছুটিতে রয়েছেন বলে সিবিআইকে জানিয়েছেন রাজীব কুমার। যার মেয়াদ গতকালই শেষ হয়েছে। আইন রক্ষাকবচ সরতেই নিজেকে আত্মগোপন করার চেষ্টা করেছেন রাজীব কুমার। তার জন্য দিল্লি, উত্তরপ্রদেশ থেকে অফিসারের এসেছে তাকে খুজতে।
জোরকদমে রাজীব কুমারের তল্লাশি চালাচ্ছে সিবিআই। কিন্তু এখনও রাজীব কুমারের সন্ধান পাননি তারা। এমনকি রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমারকেও জিজ্ঞাসা করেই চলেছে সিবিআই। জোরকদমে চলছে রাজীব কুমারকে খোঁজার চেষ্টা।














