BREAKING: রাজীব কুমারকে ধরতে বড়সড় পদক্ষেপ নিল CBI, দেখুন কি করতে চলেছে CBI?

বন্ধ হচ্ছে রাজীব কুমারের তল্লাশি। সিবিআই সূত্রে খবর, আপাতত রাজীব কুমারের খোঁজে আর তল্লাশি নয়। আগামী সোমবার হাইকোর্টের সিদ্ধান্ত দেখার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানাই সিবিআই। সিআরপিএফের সঙ্গে…

Avatar

বন্ধ হচ্ছে রাজীব কুমারের তল্লাশি। সিবিআই সূত্রে খবর, আপাতত রাজীব কুমারের খোঁজে আর তল্লাশি নয়। আগামী সোমবার হাইকোর্টের সিদ্ধান্ত দেখার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানাই সিবিআই। সিআরপিএফের সঙ্গে সিবিআই অফিসারদের বৈঠকও হয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার সিবিআই-এর তরফ থেকে জানা গিয়েছে, “পরবর্তীকালে ফের রাজীব কুমারের তল্লাশি হলে থাকবে সিবিআই কলকাতা জোনের অফিসাররাই। দরকার পরলে সিআরপিএফ এর সাহায্যও নেওয়া হবে। ” উল্লেখ্য, সম্প্রতি রাজীব কুমারের উপর থেকে আইনি রক্ষাকবচ প্রত্যাহার করেছিল কলকাতা হাইকোর্ট। তারপর থেকেই সিবিআই রাজীব কুমারের খোঁজ শুরু করে দেয়। তবে খুঁজে পাওয়া যাইনি রাজীববাবুকে।