মামলা শুরুর তিন বছর পর নারদ মামলার প্রথম গ্রেফতারি হয়। কয়েকদিন আগেই সিবিআই গ্রেফতার করে প্রাক্তন পুলিশকর্তা এসএমএইচ মির্জাকে। এবং তদন্তের স্বার্থে বিজেপি নেতা মুকুল রায়কেও জেরা করে সিবিআই। জেরাতে মুকুলকে টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। কিন্তু আবার নারদকান্ডে তৎপর হল সিবিআই।
আজ, রবিবার বেলা ১২ তা নাগাদ এসএমএইচ মির্জাকে সঙ্গে করে মুকুল রায়ের এলগিন রোডের বাড়িতে হানা দিলো সিবিআই কর্তা রঞ্জিত কুমারের নেতৃত্বাধীন দল। সূত্রের খবর, এখন ওই বাড়িতেই আছেন মুকুল রায়। মুকুলের বাড়িতে সিবিআই এর হানা দেওয়ার উদ্দেশ্য হল মুকুল ও মির্জার টাকা আদান প্রদানের ঘটনাকে পুনর্নির্মান করা। কিভাবে মির্জা মুকুলের সাথে দেখা করেছিলেন, টাকা দিয়েছিলেন এই সমস্ত ঘটনা ভিডিও করছে সিবিআই।