Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

CBSE Class Exam 2021 : পরীক্ষা শুরু ৪ মে, ফলপ্রকাশ ১৫ জুলাই

Updated :  Friday, January 1, 2021 10:00 AM

২০২১ সালে দশম ও দ্বাদশ শ্রেণির CBSE পরীক্ষা শুরু হবে ৪ মে। পরীক্ষা চলবে ১০ জুন পর্যন্ত। ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। সিবিএসই-র রেজাল্ট বেরোবে ১৫ জুলাইয়ের মধ্যে।

আজ, বৃহস্পতিবার টুইট করে পোখরিয়াল জানান, দশম এবং দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষা হবে ৪ মে থেকে ১০ জুনের মধ্যে। ১৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্র্যাক্টিকাল পরীক্ষাগুলি ১ মার্চ থেকে শুরু হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, কিছু দিন আগেই পোখরিয়াল জানিয়েছিলেন যে কোভিড অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখে কোনওভাবেই ফেব্রুয়ারির আগে পরীক্ষার আয়োজন করা হবে না। সাধারণত, প্রতি বছর সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় জানুয়ারি মাসে প্র্যাক্টিক্যাল ও ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে থিওরিটিক্যাল পরীক্ষার আয়োজন করা হয়।

গত মঙ্গলবার পোখরিয়াল বলেন, ‘আমরা কোভিড ১৯-কে ছাত্রছাত্রীদের উপরে কোনো প্রভাব ফেলতে দেব না। আমরা এদের বলছি কোভিড-যুগের ছাত্র যারা কোনো পরীক্ষা না দিয়েই ক্লাস ক্লিয়ার করেছে। এ বছরেই আমরা জি (JEE), নিট (NEET) পরীক্ষা নিয়েছি। কোভিড অতিমারির মধ্যে এটা একটা বড়ো পরীক্ষা যা নেওয়া হয়েছে।’

পোখরিওয়াল বলেন, ‘স্বাভাবিক পাঠক্রমে নয়, এ বার সিবিএসই বোর্ড পরীক্ষার জন্য পাঠক্রম কমিয়ে দেওয়া হয়েছে। পাঠক্রমের ৩০ শতাংশ বাদ দেওয়া হয়েছে। কিছু রাজ্য এ ব্যাপারে ঘোষণা করে দিয়েছে, বাদবাকি রাজ্য শীঘ্রই ঘোষণা করব। এ বারের পরীক্ষায় থাকবে ৩৩ শতাংশ ইন্টারনাল চয়েস।