Today Trending Newsদেশনিউজ

CBSE Board Exam 2021: বড় সিদ্ধান্ত, বাতিল CBSE দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা

Advertisement

গত বছরের প্রথম থেকেই বিশ্ববাসীর কাছে অভিশাপের আরেক নাম করোনা ভাইরাস। প্রায় ১৫ মাস ধরে বন্ধ রয়েছে দেশের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। কিন্তু সম্প্রতি প্রশ্ন উঠেছিল করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে কি হবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা? আজ অর্থাৎ মঙ্গলবার সিবিএসই ঘোষণা করেছে যে বাতিল হয়ে যাবে সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। তারা জানায়, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা এবং সর্বপ্রকার আলোচনার ভিত্তিতে এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত পদ্ধতি মেনে পড়ুয়াদের মূল্যায়ন করা হবে। যদি গতবছরের প্রাপ্ত নম্বরে কোন পড়ুয়া সন্তুষ্ট না হন তাহলে তারা পরীক্ষা দিতে পারবেন। করোনা ভাইরাস পরিস্থিতি উপযুক্ত হলে তখন তাদের পরীক্ষা নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে এই বিষয়ে দোলাচলতা থাকলেও শেষ পর্যন্ত সিবিএসই বোর্ড সিদ্ধান্ত নিয়ে নিল। আসলে গতকাল সুপ্রিম কোর্ট এই বিষয়ে কেন্দ্রকে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল। সেই অনুযায়ী কেন্দ্র জানিয়েছিল যে সিবিএসই বা আইসিএসসি বোর্ড পরিস্থিতি পর্যালোচনা করে আগামী ২ দিনের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে নাকি সেই নিয়ে ঘোষণা করে দেবে। এমনকি পরীক্ষা না হলে কি করে মূল্যায়ন হবে তা সুস্পষ্ট করবে বোর্ড। সময়সীমার আগেই সিবিএসই বোর্ড ঘোষণা করে দিল যে চলতি বছরে তারা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেবে না। আগের বছরের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে।

বোর্ডের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি সিদ্ধান্ত ঘোষণার পরেই বলেন, “দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় আমি স্বস্তি পেয়েছি। ছেলেমেয়েদের স্বাস্থ্য এবং সুরক্ষার বিষয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। আজ বড়সড় স্বস্তি পাওয়া গেল।”

Related Articles

Back to top button