করোনা ভাইরাস একেই এই সমস্ত জায়গায় লকডাউন চলছে। কার্যত মানুষ গৃহবন্দী। তার মধ্যে পাকিস্তানের করাচিতে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল জনবহুল এলাকাতে। ল্যান্ড করার একটু আগেই বিমানবন্দরের খুব কাছে জনবহুল এলাকা মডেল কলোনিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের PK 8303 বিমানটি।
বিমান কর্মীসহ বিমানটিতে ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।ভেঙে পড়ার সাথে সাথেই আশেপাশের মানুষ নেমে পড়ে উদ্ধারকার্যে। তারপর বিপর্যয় মোকাবিলা দল এসে উদ্ধার কার্য শুরু করেন। বিমানটি যেহেতু জনবহুল এলাকায় ভেঙে পড়েছে তাই বহু ঘরবাড়ি ভেঙে গেছে। মৃত্যু হয়েছে বহু মানুষের। আহতরা হাসপাতালে চিকিৎসারত।
CCTV Footage of today’s Plane Crash Near Karachi Airport. To all the departed souls; RIP. pic.twitter.com/l936G5Jtvu
— Vedank Singh (@VedankSingh) May 22, 2020
বিমানটির জনবহুল এলাকায় পড়ার সঙ্গে সঙ্গে কালো ধোঁয়া চারিদিক ছেয়ে যায়। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। যা সত্যিই ভয়ে শিউরে ওঠার মতো ঘটনা।