দেশনিউজ

কেরলে হাতির খুনিদের দ্ৰুত শাস্তি দেওয়া হবে, তদন্তের নির্দেশ দিল কেন্দ্র

Advertisement

কেরলে গর্ভবতী হাতির হত্যাকাণ্ডে গর্জে উঠেছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছে। এবার এই গর্ভবতী হাতি খুনের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়ন। কেন্দ্র এই ঘটনার তদন্তের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। কেরল সরকারকে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর তদন্তের নির্দেশ দিয়েছেন।

কেরলের মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পালাক্কর জেলার সাইলেন্ট ভ্যালিতে ইতিমধ্যেই কোজিকোড়ের বিশেষ তদন্তকারী দল পৌঁছেছে। কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। রিপোর্টে বলা হয়েছে, ওই বাজি ভর্তি আনারস খেয়ে হাতির চোয়াল ভেঙে যায়। আর প্রচুর রক্তক্ষরণ হয়। তাতেই হাতির মৃত্যু ঘটে।

কেরলের কৃষকরা চাষের জমিতে বুনো শুয়োর প্রবেশ করলে এই বাজি আনারস ক্ষেতে ব্যবহার করেন। তবে হাতির  আনারস গেলো কি করে? কেউ কি ইচ্ছাকৃত ভাবে হাতিটিকে আনারস খাইয়েছিল? সেই নিয়ে তদন্ত চলবে। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াতে বার বার এই নিয়ে ছবি প্রকাশ হচ্ছে। এই ঘটনা সারা দেশকে ভাবিয়ে তুলেছে।

Related Articles

Back to top button