ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আধার এবং প্যান কার্ড লিঙ্ক করিয়ে কোটি কোটি টাকা রোজগার করেছে কেন্দ্র, কত টাকা এসেছে কেন্দ্র সরকারের কাছে?

৩০ শে জুন, ২০২৩ পর্যন্ত প্যান-আধার লিঙ্ক হয়েছে ৫৬,৬৭,৭৪,৬৪৯-টি

Advertisement

ভারতের সাধারণ মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এর মধ্যে অন্যতম হলো প্যান কার্ড এবং আধার কার্ড। এই দুটি ডকুমেন্ট যদি একে অপরের সাথে লিঙ্ক করা থাকে তবেই কিন্তু এখন কাজ করবে। যদি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। কয়েকদিন যাবৎ এই সমস্যার কারণ এই অনেককে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হয়েছে। সরকারের তরফ থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ার কাজ শুরু হয়েছিল বেশ কিছু ক্ষেত্রে। তাই বাধ্য হয়েই অনেকে টাকা দিয়ে হলেও প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করেছিলেন।

প্যান নম্বর আদতে একটি দশ সংখ্যার ইউনিক নম্বর যার মাধ্যমে আপনার সমস্ত লেনদেনের হিসাব রাখা যায়। প্যান নম্বর যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট মেন্টেন করতে পারবেন না। পাশাপাশি আপনি যদি প্যান নম্বর ঠিকঠাক না রাখতে পারেন তাহলে কিন্তু পরবর্তীকালে আয়কর দিতে গিয়েও আপনার সমস্যা হতে পারে। আয়করের ধারা ১৯৬১ অনুসারে, যদি আপনার প্যান কার্ড ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আপনি রিফান্ড জারি করতে পারবেন না। অন্যদিকে টিডিএস অনেকটা বেশি করে কাটা হবে আপনার ক্ষেত্রে। তাই সব দিক থেকে বিচার করতে গেলে প্যান কার্ড এই মুহূর্তে আপনার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট।

কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, ৩০ শে জুন, ২০২৩ পর্যন্ত প্যান-আধার লিঙ্ক হয়েছে ৫৬,৬৭,৭৪,৬৪৯-টি। এই সময়ের মধ্যে ২.১২৫ কোটি ব্যক্তি প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার জন্য স্বেচ্ছায় ১,০০০ টাকা করে দিয়েছেন। এর ফলে একটা বিপুল অংক পৌঁছেছে কেন্দ্রীয় সরকারের ভাড়ারে। তার ফলে মানুষের কতটা লাভ হয়েছে না জানা গেলেও, সরকারের লাভ হয়েছে বিশাল। তবে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক যদিও জানাচ্ছে এই টাকা নাকি জনহিতৈষী কাজে ব্যবহার করা হবে।

Related Articles

Back to top button