Today Trending Newsনিউজরাজ্য

করোনা মোকাবিলায় ৩টি জোনে ভাগ করা হল রাজ্যকে, বড়সড় ঘোষণা কেন্দ্রের

Advertisement

কেন্দ্র এখনও ঘোষণা না করলেও দেশের বেশ কিছু রাজ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে লকডাউনের মেয়াদ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন। করোনা মোকাবিলায় বিভিন্ন রকমের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র এবং রাজ্যগুলি। এবার যাতে লকডাউনের মধ্যেও মানুষকে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া যায়, তাই একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্র।

দেশের করোনা সংক্রমিত এলাকা বা অংশগুলিকে ৩ টি ভাগে বিভক্ত করতে চায় কেন্দ্র। এই ৩ টি ভাগ হল- রেড জোন, অরেঞ্জ জোন এবং গ্রিন জোন

রেড জোন- দেশের যে এলাকা বা অংশগুলিতে করোনার সংক্রমণ বেশি ঘটেছে, তাকে বলা হচ্ছে রেড জোন।

অরেঞ্জ জোন- দেশের যেসব জায়গাতে করোনা আক্রান্তের  সংখ্যা ১৫-র থেকে কম এবং আক্রান্তের সংখ্যা আর বৃদ্ধি পাচ্ছে না, সেই এলাকা হল অরেঞ্জ জোন।

গ্রিন জোন- দেশের যেসব অংশে করোনা আক্রান্ত হয়নি, সেটা গ্রিন জোন।

এই রেড জোনে সম্পূর্ণ লকডাউন থাকবে। আর অরেঞ্জ জোনে অল্প সংখ্যক যানবাহন চলাচল করতে পারবে আর চাষ করা যাবে। আর গ্রিন জোনে আরও কিছু ছাড় মিলতে পারে। দেশের বেশ কিছু এলাকা রয়েছে যেখানে এখনও পর্যন্ত একটিও করোনা আক্রান্তের সন্ধান মেলেনি বলে জানা গেছে।

Related Articles

Back to top button