Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বড়ো চমক! GST-র পর এবার কর্মীদের জন্য দিওয়ালি গিফট – ৩% DA বৃদ্ধি ও অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট

Updated :  Tuesday, September 9, 2025 2:42 PM
DA hike

দীপাবলির উৎসবের আগে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য আসতে চলেছে বড় স্বস্তির খবর। সরকার ইতিমধ্যেই জিএসটি স্ল্যাব কমিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সস্তা করেছে। এবার শোনা যাচ্ছে, কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা (DA) এবং মহার্ঘ্য ত্রাণ (DR) বাড়ানোর সম্ভাবনা প্রবল। এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ১.২ কোটি মানুষ উপকৃত হবেন।

ডিএ বৃদ্ধির সম্ভাবনা

কেন্দ্রীয় সরকার বছরে দু’বার ডিএ বাড়ায়। অনুমান করা হচ্ছে, দীপাবলির আগে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহেই ঘোষণা আসতে পারে। এবারও প্রায় ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা শোনা যাচ্ছে। যদি এটি কার্যকর হয়, তাহলে মহার্ঘ্য ভাতা ৫৫ শতাংশ থেকে বেড়ে হবে ৫৮ শতাংশ। এই বৃদ্ধি ২০২৫ সালের জুলাই থেকে কার্যকর হবে। ফলে কর্মচারীরা তিন মাসের বকেয়া বেতনও পাবেন।

বেতন কত বাড়তে পারে?

ডিএ হিসাব করা হয় কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI-W)-এর উপর ভিত্তি করে। ধারণা অনুযায়ী, ৩ শতাংশ বৃদ্ধি হলে ৫০ হাজার টাকা মূল বেতনের একজন কর্মচারীর ডিএ ২৭,৫০০ টাকা থেকে বেড়ে হবে ২৯,০০০ টাকা। অর্থাৎ, প্রতি মাসে প্রায় ১,৫০০ টাকা বেশি পাওয়া যাবে।

অষ্টম বেতন কমিশনের আপডেট

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের আশ্বাস দিয়েছে। শিগগিরই কমিশন গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। নতুন সুপারিশ অনুযায়ী মূল বেতন, ভাতা এবং পেনশনের কাঠামো বদল হতে চলেছে। তবে ভাতা সরলীকরণের অংশ হিসেবে কিছু পুরনো ভাতা যেমন ভ্রমণ ভাতা, টাইপিং ভাতা, বিশেষ শুল্ক ভাতা বা আঞ্চলিক ভাতা বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে।

কার্যকর হবে কবে?

সরকারি অনুমোদনের পর অষ্টম বেতন কমিশনের কার্যকর হওয়ার সম্ভাব্য সময়সীমা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। উল্লেখযোগ্যভাবে, সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল ২০১৬ সালে। প্রায় এক দশক পরে কর্মচারীদের জন্য আসতে চলেছে নতুন বেতন কাঠামো।