DA Update: নতুন বছরে বড় উপহার পেতে চলেছেন সরকারি কর্মচারীরা, বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের

সরকার এবারে শীঘ্রই দেশের কোটি কোটি কর্মচারীদের জন্য একটা নতুন সুখবর নিয়ে আসতে চলেছে। নতুন বছরের শুরুতে এসব কর্মচারীদের জন্য একটা বড় খবর নিয়ে আসতে চলেছে সরকার। এর ঠিক আগে…

Avatar

সরকার এবারে শীঘ্রই দেশের কোটি কোটি কর্মচারীদের জন্য একটা নতুন সুখবর নিয়ে আসতে চলেছে। নতুন বছরের শুরুতে এসব কর্মচারীদের জন্য একটা বড় খবর নিয়ে আসতে চলেছে সরকার। এর ঠিক আগে গত মাসেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণার পরে কর্মচারীরা বেশ লাভবান হয়েছেন। এই উৎসবের মরশুমে তিন শতাংশ মহার্ঘ ভাতা বেড়েছে সরকারি কর্মচারীদের। তথ্য অনুসারে এই বর্ধিত মহার্ঘ ভাতা ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হতে চলেছে। এই মহার্ঘ ভাতার সাথে তিন মাসের বকেয়া দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে নতুন বছরে আবারো কোটি কোটি কর্মচারীর জন্য বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সরকার।

কর্মচারীদের জানিয়ে রাখি, নতুন বছরের শুরুতে সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য একটা বড় ঘোষণা করতে চলেছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে, এই মহার্ঘ ভাতা বৃদ্ধি অত্যন্ত প্রত্যাশিত। এই বছরের অর্থাৎ ২০২৫ এর জানুয়ারি এবং জুলাই মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে সরকার। কেন্দ্রীয় সরকার মোটামুটি ৩ শতাংশ বা তার বেশি করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে সরকারের কর্মচারীদের। গতবারের তুলনায় এবার কিন্তু মহার্ঘ ভাতা বাড়ানোর সম্ভাবনা বেশি থাকবে।

এর আগে কর্মচারীদের সরকার দিওয়ালি উপহার দিয়েছে কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। এই মুহূর্তে সরকারের ঘোষণার পর কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ। অক্টোবর ২০২৪ এর বেতনের সাথে এই মহার্ঘ ভাতা পাবেন তারা। জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বকেয়া পরিশোধ করা হবে।