বাঙালির বছরের সেরা উৎসব দুর্গাপুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এল বড় সুখবর। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই বছরের সেপ্টেম্বর মাসের বেতন দেওয়া হবে নির্ধারিত সময়ের আগেই। ফলে উৎসবের মরসুমে রাজ্যের হাজার হাজার কর্মী হাতে পাবেন কড়কড়ে টাকার নিশ্চয়তা। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর, শুক্রবার বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে সেপ্টেম্বর মাসের বেতন। সাধারণত মাসের শেষের দিকেই বেতন দেওয়া হয়। তবে এবারে দুর্গাপুজো শুরুর ঠিক দুই দিন আগে অর্থাৎ ২৮ সেপ্টেম্বর রবিবার থেকে উৎসব শুরু হওয়ার আগেই কর্মীরা পেয়ে যাবেন মাসের বেতন।
উৎসবের আগে স্বস্তি
আর্থিক বিশেষজ্ঞদের মতে, উৎসবের মরসুমে আগাম বেতন কর্মীদের জন্য বাড়তি স্বস্তি বয়ে আনবে। অনেকেই পুজোর কেনাকাটা বা পারিবারিক খরচের জন্য ঋণের পথে হাঁটতে বাধ্য হন। কিন্তু এবার হাতে বেতন থাকায় সেই চাপ অনেকটাই কমবে। কেন্দ্রীয় কর্মীদের মতে, এই পদক্ষেপ নিঃসন্দেহে তাঁদের উৎসব আরও আনন্দঘন করে তুলবে।
রাজনৈতিক বার্তা
পর্যবেক্ষকদের মতে, এই ঘোষণা শুধুমাত্র অর্থনৈতিক সুবিধা নয়, রাজনৈতিক বার্তাও বহন করছে। বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের লক্ষ্য করেই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের। বিশেষত নির্বাচনের আগে বিজেপি রাজ্যে নিজের শক্ত ঘাঁটি তৈরি করতে চাইছে। সেই কৌশলেরই অংশ হিসেবে অনেকেই দেখছেন এই পদক্ষেপকে।
কেন্দ্রের বার্তা
কেন্দ্রীয় মন্ত্রী এবং একাধিক বিজেপি নেতা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, পুজোর আগেই কর্মীদের হাতে বেতন পৌঁছে দেওয়া মানে তাঁদের উৎসবের আনন্দে শরিক হওয়া। সরকার কর্মীদের পাশে দাঁড়াচ্ছে, সেই বার্তাই স্পষ্ট হয়েছে এই ঘোষণায়।
কর্মীদের প্রতিক্রিয়া
কেন্দ্রীয় কর্মীদের একাংশের মতে, এটি নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। মাসের শেষের দিকে বেতন এলে অনেক সময় খরচ মেটাতে সমস্যা হয়। কিন্তু পুজোর আগেই বেতন হাতে আসায় পরিবারের সবার জন্য কেনাকাটা, ভ্রমণ বা অন্যান্য পরিকল্পনা আরও সহজ হবে।













