Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

7th Pay Commission: কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় সুখবর, জুলাই মাস থেকে বদলে যাবে মহার্ঘ ভাতার হিসাব

Updated :  Tuesday, May 14, 2024 8:19 PM

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দারুন সুখবর। আবারো তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে আগামী ২০২৪ এর জুলাই মাস থেকে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে যাচ্ছেন। জানুয়ারি মাস থেকে এই বৃদ্ধি প্রযোজ্যে হয়েছে। তবে এবারে সেপ্টেম্বর মাসে নতুন করে মহার্ঘ ভাতা বৃদ্ধির একটা ঘোষণা করতে পারে সরকার। যেহেতু, এই মুহূর্তে ভারতের এআইসিপিআই সূচক অনেকটাই ঊর্ধ্বমুখী, তাই এবারে কিন্তু মহার্ঘ ভাতা আরও একবার বৃদ্ধি পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। এই মুহূর্তে যেহেতু পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা পাওয়া যাচ্ছে, তাই পরবর্তীতে যখন ক্যালকুলেশন শুরু হবে, তখন এই মহার্ঘ ভাতা সরাসরি মূল বেতনের সাথে যুক্ত হয়ে যাবে এবং তারপরে এর সাথে আরও ৩-৪ শতাংশ মহার্ঘ ভাতা পাওয়া যাবে। শ্রম মন্ত্রকের তরফ থেকে জানা গিয়েছে, ৩১ জুলাই ২০২৪ এর পরেই এই মহার্ঘ ভাতা সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেতে পারি।

সপ্তম বেতন কমিশনের রায় অনুসারে, কেন্দ্রীয় কর্মীদের জন্য মহার্ঘ ভাতা এআইসিপিআই সূচক অর্থাৎ সিপিআই দ্বারা নির্ধারিত হয়। সর্বভারতীয় উপভোক্তা মূল সূচকের গড় যদি বৃদ্ধি পায় তাহলে মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। প্রতি মাসের শেষ কার্য দিবসে এই AICPI ক্যালেন্ডার প্রকাশিত হয়। ইভেন্ট ক্যালেন্ডার প্রকাশিত হওয়ার পরে, নতুন করে সমস্ত গণনা শুরু হয়। জানুয়ারির জন্য সিপিআই নম্বর ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল। তবে ফেব্রুয়ারি মাসের পর থেকে সিপিআই ক্যালকুলেশন একটু দেরি হচ্ছে। এমনকি মার্চ সংখ্যা ৩০ এপ্রিল তারিখে কিন্তু প্রকাশিত হয়নি। এখনো পর্যন্ত শ্রম মন্ত্রকের কাছে ফেব্রুয়ারি মাসের AICPI ক্যালেন্ডার নেই। তবে যদি, এই ক্যালেন্ডার প্রকাশিত হয় তাহলে সরাসরি ভাবে শ্রম মন্ত্রকের ওয়েবসাইটে এই ক্যালেন্ডার দেখা যাবে। হিসাব মতো জুন মাসের সংখ্যা ৩১ জুলাই প্রকাশিত হওয়ার কথা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে খুব শীঘ্রই মহার্ঘ ভাতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

বিশেষজ্ঞরা মনে করছেন, ৫০ শতাংশ মহার্ঘ ভাতা হয়ে যাবার পরে যেহেতু মূল বেতনের সাথে এই মহার্ঘ ভাতা যোগ করে দেওয়া হয়, তাই শুধুমাত্র তিন থেকে চার শতাংশ নয়, বরং আরো কিছুটা বেশি মহার্ঘ ভাতা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। অর্থাৎ কিছুটা উপরি পাওনা ভাগ্যে থাকবে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। জুলাই মাস থেকে মহার্ঘ ভাতার হিসেবে শুরু হলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ৯ হাজার টাকা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে যদি একজন কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন ১৮০০০ টাকা হয় তাহলে তার বেতন বেড়ে গিয়ে হয়ে যাবে ২৭ হাজার টাকা। একইভাবে যদি কর্মচারীর বেতন ২৫ হাজার টাকা হয়, তাহলে তার বেতন ১২ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পেয়ে যাবে। অর্থাৎ তিনি বেতন পাবেন এখন ৩৭৫০০ টাকা। অর্থাৎ সবমিলিয়ে অনেকটাই বাড়বে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন। এর উপরে আবার থাকবে ৪ শতাংশ মহার্ঘ ভাতা। অর্থাৎ সপ্তম বেতন কমিশন অনেকটাই আর্থিক সুবিধা দেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।