সম্প্রতি কেন্দ্রের মোদি সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির একটা বড় ঘোষণা করা হয়েছিল। এবারে সেই নিরিখে জুলাই থেকে ডিসেম্বর ২০২৪ এই সময়ের মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশ্নটা হল, কতটা মহার্ঘ ভাতা বাড়বে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য। সাধারণত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রধানত ১০ বছর ছাড়া ছাড়া বেতনক্রম বৃদ্ধি পায়। সব হিসাব ঠিক ঠাক থাকলে, এবার কিন্তু ভারতীয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩ শতাংশ মহার্ঘ ভাতা বেশি পাবেন। ফলে এবার কিন্তু তারা পাবেন একেবারে ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা।
এছাড়াও, যারা অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন তারাও কিন্তু ডিআর পেতে চলেছেন একইভাবে। অর্থাৎ তারাও কিন্তু ৫৩ শতাংশ মহার্ঘ ত্রাণ পেয়ে যেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই বৃদ্ধিপ্রাপ্ত টাকা ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হতে চলেছে। একইভাবে বর্ধিত বেতন অক্টোবর ২০২৪ থেকে কার্যকর হতে চলেছে বলে জানা যাচ্ছে। আশা করা হচ্ছে ২০২৫ সালের বাজেট ঘোষণা হবে অষ্টম বেতন কমিশনের সঙ্গে। পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার পরে সম্পূর্ণ বিষয়টা আরো ভালোভাবে জানা যাবে।
২০১৬ সালে সপ্তম বেতন কমিশন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ১৮ মাস সময় নিয়েছিল সরকার। অষ্টম বেতন কমিশন যাতে কার্যকর হয়, সেই নিয়ে নানা রকমের আলাপ আলোচনা ইতিমধ্যেই চলছে। ষষ্ঠ থেকে সপ্তম বেতন কমিশনের সিদ্ধান্তের সময়, ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ শতাংশ করার দাবী উঠেছিল। পরে সরকারের সিদ্ধান্তে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৬৭ শতাংশ করা হয়। তবে এবারে বেতন সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পায় তাহলে কিন্তু নূন্যতম বেতন অনেকটাই বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে, এখন যাদের বেসিক বেতন ১৮ হাজার টাকা, তাদের কিন্তু বেতন হয়ে যাবে ২৬ হাজার টাকা। ফলে সবমিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে।