নিউজদেশ

দীপাবলিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় উপহার দেবে সরকার, জানুন DA বৃদ্ধির লেটেস্ট আপডেট

Advertisement

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৭ম বেতন কমিশনের আওতায় কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসছে। সম্প্রতি, বেতন কাঠামো ও পেনশনের ক্ষেত্রের ক্ষেত্রে বেশ কিছু আলোচনা হয়েছে, যা কর্মচারীদের জন্য সুবিধাজনক হতে পারে। নতুন নীতিমালার অধীনে, সরকার কর্মচারীদের বেতন ও পেনশনের বিষয়ে কিছু নতুন নির্দেশনা দিতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার শীঘ্রই সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বা অক্টোবরের প্রথম সপ্তাহে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে।

সেপ্টেম্বরে DA বৃদ্ধি

২০২৪ সালের মার্চ মাসে ডিএ-তে সর্বশেষ বৃদ্ধিতে, কেন্দ্রীয় সরকার মূল বেতনের ৪ শতাংশ DA বৃদ্ধি করেছিল। এখন DA ৫০% করা হয়েছে। এবার দীপাবলির জন্য এই সেপ্টেম্বর মাসে আবার DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৩ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। বিশেষজ্ঞদের মতে, ডিএ ৫০ শতাংশের বেশি হলে, মূল বেতনে মহার্ঘ ভাতা যোগ হবে না। অষ্টম পারিশ্রমিক কমিশন গঠন না হওয়া পর্যন্ত এভাবেই চলবে।

কোভিড-১৯ ডিএ বকেয়া:

কোভিড-19 মহামারীর সময়, সরকার অর্থনৈতিক সংকটের কারণে ডিএ বাড়ানো স্থগিত করেছিল। কিন্তু এখন অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সরকার আবার ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সম্প্রতি সংসদের বর্ষাকালীন অধিবেশনে, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছিলেন যে সরকার COVID-19 মহামারী চলাকালীন ১৮ মাসের ডিএ এবং ডিআর বকেয়া মুক্তি দেওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে কেন্দ্রীয় কর্মচারীদের বিভিন্ন সংগঠন বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে। যদিও সরকারের কাছে বর্তমানে নতুন বেতন কমিশন গঠনের কোনো প্রস্তাব নেই বলেই জানা গেছে।

Related Articles

Back to top button