অবশেষ নির্ধারিত হল দিন-তারিখ, এইদিন থেকে সরকারি কর্মচারীরা পাবেন বর্ধিত DA
যদি দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর পান, সে ক্ষেত্রে কম বেশি ১ কোটির বেশি মানুষ এর সুবিধা ভোগ করবেন।
অবশেষে ১লা জুলাইয়ের হিসাব অনুযায়ী বর্ধিত মহার্ঘ ভাতা পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। দীর্ঘদিন থেকে আলোচনার শেষে থাকা বিষয়টি নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা। জানা যাচ্ছে, আগামী ২৫শে অক্টোবর কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে নরেন্দ্র মোদি সরকার। অর্থাৎ হিসেব অনুযায়ী, দীপাবলীর আগেই উৎসব পালন করতে পারেন সরকারি কর্মচারীরা।
এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। তবে ৭ম পে-কমিশনের ঘোষনা অনুযায়ী এক লাফে এবার DA-র পরিমাণ বেশ কিছুটা বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের। গত ১২ মাসে AICPI-IW-এর গড় হল ৩৮২.৩২৷ সূত্র অনুযায়ী, মোট মহার্ঘ ভাতা হবে ৪৬.২৪ শতাংশ। বর্তমান মহার্ঘ ভাতার হার ৪২%। এমন পরিস্থিতিতে, ১লা জুলাই ২০২৩ থেকে DA-তে ৪৬.২৪%-৪২% = ৪.২৪% বৃদ্ধি পাবে।
আমরা আপনাদের বলে রাখি, প্রতি বছর দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা নিয়ে সুখবর পেয়ে থাকেন। এবারও সেই প্রক্রিয়ার ব্যতিক্রম হবে না বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, শুধু মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত নয়, করোনা মহামারির কারণে বাকি থাকা ১৮ মাসের মহার্ঘ ভাতা নিয়েও বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকারি ভবন। সেক্ষেত্রে প্রত্যেকটি সরকারি কর্মচারীর একাউন্টে প্রায় ২ লক্ষ টাকা ঢুকবে বলে মনে করা হচ্ছে।
আপনাদের জানিয়ে রাখি, যদি দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর পান, সে ক্ষেত্রে কম বেশি ১ কোটির বেশি মানুষ এর সুবিধা ভোগ করবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে প্রায় ৬৩ লাখ অ্যাক্টিভ কর্মচারী এবং ৩৭ লাখের মতো পেনশন ভোগী কর্মচারী রয়েছে। যারা সরাসরি সরকারের এই সিদ্ধান্তের সুবিধা ভোগ করবেন।