Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুসংবাদ! DA বৃদ্ধির সম্ভাবনা ৪%, জানুয়ারির শেষে নিশ্চিত হবে

Updated :  Wednesday, January 24, 2024 10:35 PM

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। ২০২৪ সালে তাদের ডিএ আবার বাড়তে পারে। সূত্র মতে, ডিএ ৪ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে, যা ২০২৪ সালের জানুয়ারি মাসে ৫০ শতাংশে পৌঁছাতে পারে। তবে, চূড়ান্ত ঘোষণা মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। মূল্যস্ফীতির হিসাবপত্র আসার পরই জানা যাবে ডিএ কত বাড়ানো হবে।

নভেম্বর মাসের AICPI সূচকে ০.৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, ফলে এটি ১৩৯.১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএ ক্যালকুলেটর অনুযায়, সূচক অনুসারে ডিএ ইতিমধ্যেই ৪৯.৬৮ শতাংশে পৌঁছেছে। দশমিকের পরের সংখ্যা ০.৫০ এর চেয়ে বেশি বলে এটিকে ৫০ শতাংশ হিসেবে বিবেচনা করা হবে। ফলস্বরূপ, ৪ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নভেম্বর মাসের হিসাব অনুযায় ডিএ ৫০ শতাংশ হতে পারে বলে ইঙ্গিত দেয়। তবে, ডিসেম্বর মাসের সংখ্যা এখনও আসেনি। এই অবস্থায়, সূচক যদি ১ পয়েন্ট বৃদ্ধি পায় তবেও ডিএ মাত্র ৫০.৪০ শতাংশে পৌঁছাবে। ২ পয়েন্ট বৃদ্ধি পেলেও ৫০.৪৯ শতাংশে পৌঁছাবে, যা দশমিকের হিসাবে ৫০ শতাংশই।

7ম বেতন কমিশনের অধীনে, কেন্দ্রীয় কর্মচারীরা ২০২৪ সালের জানুয়ারি থেকে ৫০ শতাংশ ডিএ পাবেন। কিন্তু, এর পরে মহার্ঘ ভাতা শূন্য হয়ে যাবে। এর পর থেকে শুরু হবে মহার্ঘ ভাতার হিসাব। কর্মচারীদের মূল বেতনের সঙ্গে ৫০ শতাংশ ডিএ যোগ করা হবে। ধরুন একজন কর্মচারীর পে ব্যান্ড অনুযায়ী ন্যূনতম বেসিক বেতন ১৮০০০ টাকা হলে, ৯০০০ টাকার ৫০ শতাংশ তার বেতনের সাথে যোগ হবে।