আর দিন কয়েকবার এই পড়তে চলেছে পুজোর ঢাকে কাঠি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এবারে পুজোর আগে মহার্ঘ ভাতা পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। মিডিয়া রিপোর্ট অনুসারে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভাপতিত্ব করা একটি বৈঠকে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হচ্ছে পেনশনভোগীদের জন্য খুব শীঘ্রই মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে। এছাড়াও কর্মচারীদের মহার্ঘ ভাতাও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার বৈঠকের তারিখ ঘোষণা করা না হলেও আগামী ২৮ সেপ্টেম্বর অর্থাৎ ষষ্ঠী দুই দিন আগে এই বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে।
প্রতিবছর সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। প্রথম দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় জানুয়ারি মাসে এবং দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে। মুদ্রাস্ফিতির তথ্যের ভিত্তিতে ডীএ এবং ডিআর বৃদ্ধি করা হয়। সরকার ২০২২ সালের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে তবে জুলাই মাসে এখনো পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধির কোন ঘোষণা করা হয়নি।
বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৯ শতাংশ হয়ে যেতে পারে খুব শীঘ্রই। মহার্ঘ ভাতা বৃদ্ধি হওয়ার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হতে চলেছেন ৪৭ লাখ কর্মচারী এবং ৬৮ লাখ পেনশনভোগী