7th Pay Commission: সরকারি কর্মচারীদের জন্য ধামাকা খবর, ৫০ শতাংশ মহার্ঘ ভাতার পর বাড়ল HRA, গ্রাচুইটি, পকেটে ঢুকবে মোটা টাকা

যারা সরকারি চাকরি করেন বা যে সমস্ত মানুষের পরিবারে সরকারি চাকরি করা মানুষ রয়েছেন, তাদের জন্য রয়েছে একটা দারুন খবর। কেন্দ্রীয় সরকার গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা…

Avatar

যারা সরকারি চাকরি করেন বা যে সমস্ত মানুষের পরিবারে সরকারি চাকরি করা মানুষ রয়েছেন, তাদের জন্য রয়েছে একটা দারুন খবর। কেন্দ্রীয় সরকার গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০ শতাংশ। তবে এখানেই লুকিয়ে রয়েছে একটা বিরাট বড় খবর। সাধারণত যতক্ষণ পর্যন্ত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে মহার্ঘ ভাতা ক্যালকুলেশন হয়। কিন্তু যখন ৫০ শতাংশ হয়ে যায়, তখন কিন্তু সেই ভাতা কিছুটা হলেও বৃদ্ধি পায়। এমনিতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেই সময় একটু বেশি টাকা পেতে থাকেন। অবসরের পরে সেই কারণে গ্রাচুইটিতে কিছুটা প্রভাব পড়ে যায়। কেন্দ্রীয় সরকারি বা অন্যান্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হয়ে গেলেই গ্রাচুইটি সহ অন্যান্য ভাতা বৃদ্ধি পায়।

অনেকে হয়তো কল্পনা করছেন ডি এ ৫০ শতাংশ হলেই বেসিক পের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি এরকমটা কিন্তু সরকার করবে না। আগে নিয়ম অনুযায়ী ৩৩ শতাংশ বা তার বেশি বছরের কাজের পরে গ্র্যাচুটি মূল বেতন বা বেসিক সেলারি এবং মহার্ঘ ভাতা, সাড়ে ১৬ গুন করা হতো। কিন্তু সেটার সর্বাধিক মূল্য ছিল ২০ লক্ষ টাকা। এখন যেহেতু মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশ হয়েছে, সেই কারণে গ্রাচুইটি ২৫ শতাংশ বেড়ে হয়েছে সর্বাধিক ২৫ লক্ষ টাকা। অর্থাৎ এবার থেকে কিন্তু সরকারি কর্মচারীরা আরো ৫ লাখ টাকা বেশী গ্রাচুইটি পেয়ে যাবেন। ৩০ এপ্রিল ২০২৪-এ কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে, জানিয়ে দেওয়া হয়েছে মহার্ঘ ভাতা যখন মূল বেতনের ৫০ শতাংশ হয়ে যাবে ঠিক সেই সময় গ্রাচুইটি ২৫ শতাংশ বৃদ্ধি করা হবে।

অর্থাৎ এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে পরিমাণ গ্রাচুইটি পাবেন, তাতে কিন্তু আপনাদের অতিরিক্ত আয়কর দিতে হবে না। এই সুবিধা কিন্তু কেন্দ্রীয় সরকারী কর্মী সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মানুষদের জন্যও জারি করা হয়েছে। ২০১৯ সালের একটি বিবৃতিতে জানানো হয়েছিল, ২০ লক্ষ টাকা পর্যন্ত যাদের গ্রাচুইটি রয়েছে তাদের ক্ষেত্রে কোন রকম আয়কর প্রযোজ্য হবে না। ২৯ শে মার্চ ২০১৮ তে যারা অবসর নিয়েছেন তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হয়েছিল। মহার্ঘ ভাতার এই প্রভাবের কারণে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের হাউজ রেন্ট এ্যালাওয়েন্স একই সাথে বৃদ্ধি পেয়েছে। এক্স ওয়াই এবং জেড ক্যাটেগরিতে ভাগ করে এখন এই টাকা দেওয়া হচ্ছে। যদি কোন সরকারি চাকরিজীবীর মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হয়ে থাকে, তাহলে তার সন্তানকে শিক্ষা ভাতা, হোস্টেলের খরচের ভর্তুকির মাত্রা কিছুটা হলেও বেড়ে যাবে। সবদিক থেকেই ২৫ শতাংশ বৃদ্ধি পাবে সুবিধা। সরকারি কর্মচারীদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধি হবে খুব শীঘ্রই। ২০২৪ থেকেই এই নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।